এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও (EPFO) সদস্যদের বেতনের একটি ছোট অংশ পিএফ (PF) অ্যাকাউন্টে জমা হয়। জমা করা চাকা তাঁরা জরুরি পরিস্থিতিতে ব্যবহার করতেও পারেন। এ ছাড়া অবশিষ্ট টাকা অবসর গ্রহণের পরে তোলা যেতে পারে। ইপিএফ তহবিল বার্ধক্যের সময় খুবই কার্যকরী। এমন পরিস্থিতিতে এই অ্যাকাউন্টের সমস্ত তথ্য আপডেট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকী চাকরি পরিবর্তন করে থাকলেও সেই তথ্য অবশ্যই আপডেট করা উচিত।
অনলাইনে তথ্য আপডেট
ইপিএফও-র নিয়ম অনুসারে, যদি কোনো কর্মী চাকরি পরিবর্তন করেন, তবে তাঁকে নিজের পিএফ অ্যাকাউন্ট স্থানান্তর করতে হয়। পিএফ অ্যাকাউন্ট স্থানান্তর করার আগে, সেই ব্যক্তিকে সংস্থার একজন কর্মচারী হিসাবে নিজের নাম রেজিস্টার করা আবশ্যক। এর পরেই আপনি আপনার ইপিএফ অ্যাকাউন্ট অন্য অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারবেন। মনে রাখবেন কোম্পানি বদলের পরে, চাকরি ছাড়ার তারিখ থেকে দু’মাসের মধ্যে তথ্য আপডেট করতে হবে।
চাকরি ছাড়ার তারিখ আপডেট করার জন্য অনলাইন সুবিধা পাওয়া যায়। আপনি যদি সম্প্রতি চাকরি পরিবর্তন করে থাকেন এবং আপনার ইপিএফ অ্যাকাউন্টে চাকরি পরিবর্তনের তারিখ আপডেট করতে চান, তা হলে সহজ উপায়টি জেনে নিন এখানে।
সম্প্রতি, নিজের টুইটার হ্যান্ডলে এ ব্যাপারে তথ্য শেয়ার করেছে ইপিএফও। জানানো হয়েছে, সংস্থার সদস্যরা এ বার থেকে অনলাইনে চাকরি ছাড়ার তারিখ নিজেরাই আপডেট করতে পারেন।
কী ভাবে চাকরি বদলের তথ্য আপডেট করবেন
১. প্রথমেই আপনাকে https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ ওয়েবসাইটে যেতে হবে।
২. এর পরে, UAN এবং পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে লগইন করুন।
৩. এর পরে, ম্যানেজ ট্যাবে ক্লিক করুন এবং মার্ক এক্সিট নির্বাচন করুন।
৪. এর পরে, নীচের দিকে নিজের পিএফ অ্যাকাউন্ট নম্বর বেছে নিতে হবে।
৫. তারপর কোম্পানি ছেড়ে বেরিয়ে যাওয়ার তারিখ সিলেক্ট করতে হবে।
৬. এর পর OTP পেতে Send OTP-তে ক্লিক করুন। তারপর আপনার মোবাইল নম্বরটিও লিখুন।
৭. এর পরে চেক বক্সে ক্লিক করে আপডেট অপশন সিলেক্ট করতে হবে।
আরও পড়ুন: ইপিএফ গ্রাহকদের জন্য বড়ো খবর, ৫টি সহজ ধাপে দেখা যাবে পিএফ পাসবুক