পিএফের সুদ বাড়াল কেন্দ্র, গত ৩ বছরের মধ্যে সর্বোচ্চ

epfo2

ইপিএফও গ্রাহকদের জন্য একটি সুখবর। গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ সুদের হার নির্ধারণ করেছে শ্রমমন্ত্রকের আওতাধীন কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন বা ইপিএফও। এই সিদ্ধান্তের ফলে, ২০২৩-২৪ অর্থবর্ষে ইপিএফও-র প্রায় সাড়ে ৬ কোটি গ্রাহক ৮.২৫ শতাংশ হারে সুদ পাবেন। গত অর্থবর্ষে (২০২২-২৩) এই সুদের হার ছিল ৮.১৫ শতাংশ।

কিছু গুরুত্বপূর্ণ তথ্য:

*৮.২৫ সুদের হার ১ এপ্রিল, ২০২৩ থেকে কার্যকর হবে।

*সুদ মাসিক ভিত্তিতে গণনা করা হবে, কিন্তু বছরের শেষে তা পিএফ অ্যাকাউন্টে জমা করা হবে।

*ইপিএফও সুদের হার প্রতি বছর সিবিটি নির্ধারণ করে থাকে।

*আপনার পিএফ অ্যাকাউন্টে কত টাকা জমা হবে তা নির্ণয় করতে, আপনি ইপিএফও-র ইন্টারেস্ট ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন।

*ইপিএফও-র সুদের হার বৃদ্ধি একটি ইতিবাচক পদক্ষেপ যা সংগঠনের গ্রাহকদের দীর্ঘমেয়াদী সঞ্চয়কে আরও বৃদ্ধি করতে সাহায্য করবে।

ইপিএফও আইন অনুসারে:

*কর্মচারীর মূল বেতনের ১২ শতাংশ প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ) অ্যাকাউন্টে জমা হয়।

*কর্মচারীর নিয়োগকর্তাও কর্মচারীর পিএফ অ্যাকাউন্টে আরও ১২ শতাংশ বেতন জমা করে।

*নিয়োগকর্তার দেওয়া ১২ শতাংশের মধ্যে ৩.৬৭ শতাংশ পিএফ অ্যাকাউন্টে জমা হয় এবং বাকি ৮.৩৩ শতাংশ কর্মচারী পেনশন স্কিম (ইপিএস)-এ জমা হয়।

*এইভাবে, পিএফ এবং ইপিএস মিলে মোট ২০ শতাংশ কর্মচারীর ভবিষ্যতের জন্য সঞ্চয় করা হয়।

আরও পড়ুন: টানা ষষ্ঠ বারের জন্য রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.