ক্রমবর্ধমান সুদের হার থেকে ঋণগ্রহীতাদের জন্য বড়ো স্বস্তি নিয়ে এসেছে ২০২৩-২৪ আর্থিক বছর। তিন দিনের মুদ্রানীতি কমিটির বৈঠকের শেষ দিনে রেপো রেট নিয়ে সিদ্ধান্ত ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। এই নিয়ে টানা ষষ্ঠ মূল সুদের হারকে আবারও ৬.৫ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।
মুদ্রা নীতি নির্ধারণে বৈঠকে বসেছিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটি (MPC)। বৃহস্পতিবার আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস প্যানেলের সিদ্ধান্ত ঘোষণা করেন। তিনি জানান, এমপিসি বৈঠকে রেপো রেট ৬.৫০ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরবিআই-এর এই সিদ্ধান্তের ফলে স্থায়ী আমানত সুবিধা (SDF) হার ৬.২৫ শতাংশে অপরিবর্তিত রয়েছে এবং প্রান্তিক স্থায়ী সুবিধা (MSF) হার এবং ব্যাঙ্ক রেট ৬.৭৫ শতাংশে অপরিবর্তিত রয়েছে। পাশাপাশি, মুদ্রাস্ফীতির উপর কঠোর নজরদারি বজায় রাখছে আরবিআই। আরবিআই গভর্নর বলেন, খাদ্য মূল্যস্ফীতির দিকে নজর রাখবে কেন্দ্রীয় ব্যাঙ্ক, যাতে এখনও পর্যন্ত অর্জিত সুবিধাগুলো নষ্ট না হয়।
এর আগে পাঁচ বার রেপো রেট অপরির্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল আরবিআই। স্বাভাবিক ভাবে, ফের এক বার সেই সিদ্ধান্তের পুনরাবৃত্তি ঋণগ্রহীতাদের জন্য বড়োসড়ো স্বস্তি। এর আগে, ২০২২ সালের মে মাসের পর থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কয়েক দফায় ২৫৫ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছিল রেপো রেট।
কেন্দ্রীয় ব্যাঙ্কের এই ঘোষণা ঋণগ্রহীতাদের জন্য স্বস্তিদায়ক। কারণ এর আগে আরবিআই যতবার রেপো রেট বাড়িয়েছে, অন্য ব্যাঙ্কগুলিও তার সঙ্গে সামঞ্জস্য রেখে ঋণের সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে। এর ফলে গাড়ি, বাড়ি, পার্সোনাল লোনের ক্ষেত্রে অনেক বেশি ইএমআই গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। এমন পরিস্থিতিতে রেপো রেট আরও বাড়ানো হলে তা মধ্যবিত্ত শ্রেণির পকেটে বড় ধাক্কা হতো। তবে আরবিআই আপাতত তেমন কোনো সিদ্ধান্তে গেল না। এর আগের মতোই এ মাসেও রেপো রেট রাখা হল অপরিবর্তিত। ফলে ঋণগ্রহীতাদের মাসিক কিস্তি বা ইএমআই যে বাড়ছে না তা ধরে নেওয়া যেতে পারে।
আরও পড়ুন: এলআইসি ইনডেক্স প্লাস: জীবন বিমার পাশাপাশি সঞ্চয়ের সুবিধা