ফের রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই, এ বার কি সুদের হার কমবে?
ক্রমবর্ধমান সুদের হার থেকে ঋণগ্রহীতাদের জন্য বড়ো স্বস্তি নিয়ে এসেছে ২০২৩-২৪ আর্থিক বছর। তিন দিনের মুদ্রানীতি কমিটির বৈঠকের শেষ দিনে রেপো রেট নিয়ে সিদ্ধান্ত ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। চলতি অর্থবছরের দ্বিতীয় বৈঠকে মূল সুদের হারকে আবারও ৬.৫ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।
গত এপ্রিলের বৈঠকেও রেপো রেট অপরির্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল আরবিআই। স্বাভাবিক ভাবে, ফের এক বার সেই সিদ্ধান্তের পুনরাবৃত্তি ঋণগ্রহীতাদের জন্য বড়োসড়ো স্বস্তি। এর আগে, ২০২২ সালের মে মাসের পর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত কয়েক দফায় ২৫৫ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছিল রেপো রেট।
https://twitter.com/htTweets/status/1666666191279083520
সুদের হার কি কমবে?
এরই মধ্যে ওয়াকিবহাল মহলের প্রশ্ন, রেপো রেট বৃদ্ধিতে পরপর দুটি বিরতি কি বর্তমান ক্রমবর্ধমান সুদের হার চক্রের সমা...