সুখবর দিল আরবিআই! উৎসবের মরশুমেও বাড়বে না গৃহঋণের বোঝা

RBI

ফের এক বার অপরিবর্তিত কেন্দ্রীয় ব্যাঙ্কের মূল সুদের হার (রেপো রেট)! আশঙ্কা কাটল ঋণগ্রহীতাদের। আরবিআই রেপো রেট অপরির্তিত রাখায় আপাতত গৃহঋণের সুদের হার বাড়ানোর সম্ভাবনা কম।

বৃহস্পতিবার নিজের মুদ্রানীতি ঘোষণা করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। এ বারও রেপো রেটে কোনো পরিবর্তন করা হয়নি। আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানান, রেপো রেট এবং রিজার্ভ রেপো রেটগুলিতে কোনো পরিবর্তন হবে না। এর মানে রেপো রেট এখনও ৬.৫০ শতাংশেই স্থির থাকবে। এমন পরিস্থিতিতে ঋণগ্রহীতাদের কাছে এটা সাময়িক হলেও স্বস্তির খবর।

রিয়েল এস্টেট শিল্পেও ইচিবাচক প্রভাব

গত মঙ্গলবার থেকে তিন দিনের বৈঠকে বসেছিল আরবিআই-এর মুদ্রানীতি কমিটি (MPC)। ওই বৈঠকে সর্বসম্মতিক্রমে রেপো রেট পরিবর্তন না করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠকের শেষ দিনে যা সাংবাদিক বৈঠকে জানালেন আরবিআই গভর্নর। তাঁর কথায়, কেন্দ্রীয় ব্যাঙ্কের লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে করা। যাতে অর্থনীতিতে বৃদ্ধি অটুট থাকে। যাইহোক, কিছু সময়ের জন্য, বেশ কয়েকবার রেপো রেট বৃদ্ধির ফলে ঋণগ্রহীতাদের উপর বোঝা চেপেছে। তারই প্রেক্ষিতে আরবিআইয়ের রেপো রেট পরিবর্তন না করার সিদ্ধান্ত কিছুটা হলেও স্বস্তির কারণ।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, আরবিআই সুদের হার পরিবর্তন করেনি, ফলে উৎসবের মরশুমে হোম লোনের ইএমআই বৃদ্ধির সম্ভাবনা কম। এটা বাড়ির ক্রেতাদের জন্য সুখবর। অপরিবর্তিত রেপো রেট বাড়ি কেনার ক্ষেত্রেও সহায়ক কর্মক্ষমতা বজায় রাখবে। এতে রিয়েল এস্টেট শিল্পেও ইতিবাচক প্রভাব পড়বে আশা করা হচ্ছে।

পর পর তিন বার অপরিবর্তিত রেপো রেট

ক্রমবর্ধমান সুদের হার থেকে ঋণগ্রহীতাদের জন্য বড়ো স্বস্তি নিয়ে এসেছে ২০২৩-২৪ আর্থিক বছর। এর আগে গত জুন মাসে, তিন দিনের মুদ্রানীতি কমিটির বৈঠকের শেষ দিনে রেপো রেট নিয়ে সিদ্ধান্ত ঘোষণা করেছিল আরবিআই। চলতি অর্থবছরের দ্বিতীয় বৈঠকে মূল সুদের হারকে আবার এক বার ৬.৫ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় ব্যাঙ্ক।

গত এপ্রিলের বৈঠকেও রেপো রেট অপরির্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল আরবিআই। আগস্টেও অপরিবর্তিত রেপো রেট। স্বাভাবিক ভাবে, পর পর তিন বার সুদ না বাড়ানোর সিদ্ধান্ত ঋণগ্রহীতাদের জন্য বড়োসড়ো স্বস্তি এনে দিল। কারণ, ২০২২ সালের মে মাসের পর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত কয়েক দফায় ২৫৫ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছিল রেপো রেট।

আরও পড়ুন: মিউচুয়াল ফান্ডে আগ্রহ ক্রমবর্ধমান, জুলাইয়ে রেকর্ড বিনিয়োগ এসআইপি-তে

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.