নির্দিষ্ট মেয়াদে ফিক্সড ডিপোজিট সুদের হার (FD interest rate) ১৫ বেসিস পয়েন্ট (bps) বাড়িয়েছে অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank)। ব্যাঙ্কের ওয়েবসাইট অনুসারে, নতুন হার ১১ আগস্ট থেকেই কার্যকর।
সংশোধনের পরে, ৭ দিন থেকে শুরু করে ১০ বছর মেয়াদের এফডি-তে সুদের হার ৩.৫ শতাংশ ৭.২০ শতাংশের মধ্যে রেখেছে অ্যাক্সিস ব্যাঙ্ক। ২ কোটি টাকার নীচে বিনিয়োগের জন্য এই সুদের কার্যকর। ইন্টারনেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বুক করা হলে ফিক্সড ডিপোজিটের জন্য ন্যূনতম বিনিয়োগ হল ৫ হাজার টাকা। শাখার মাধ্যমে বুকিং করলে সর্বনিম্ন পরিমাণ ১০ হাজার টাকা।
উল্লেখ্য, চলতি বছরের ১৭ জুলাই, ১৬ মাস থেকে ১৭ মাস মেয়াদের এফডি-তে সুদের হার ১০ বিপিএস কমিয়েছিল। সেবার ৭.২০ শতাংশ থেকে কমিয়ে সুদের হার করা হয়েছিল ৭.১০ শতাংশ।
ব্যাঙ্কের দেওয়া সর্বশেষ ফিক্সড ডিপোজিটের সুদের হার হল ৭ থেকে ৪৫ দিনের আমানতের জন্য ৩.৫০ শতাংশ এবং ৪৬ থেকে ৬০ দিনের জন্য ৪ শতাংশ৷ ৬১ দিন থেকে তিন মাস মেয়াদী আমানতের উপর ৪.৫০ শতাংশ। ৪ মাস থেকে ৬ মাসের জন্য ৪.৭৫ শতাংশ হারে সুদ দিচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক।
এ ছাড়া ৬ থেকে ৯ মাসে ৫.৭৫ শতাংশ, ৯ মাস থেকে ১ বছরের কম মেয়াদের জন্য সুদের হার ৬.০০ শতাংশ। ১ বছর থেকে ১ বছর ৪ দিনের জন্য ৬.৭৫ শতাংশ, ১ বছর ৫ দিন থেকে ১ বছর ১০ দিনের জন্য ৬.৮০ শতাংশ সুদ দিচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক। ১৩ মাস থেকে ১৪ মাসের মেয়াদে ৭.১০ শতাংশ, ২ বছর থেকে ৩০ মাসের জন্য ৭.২০ শতাংশ সুদের হার প্রযোজ্য। বিস্তারিত দেখে নিতে পারেন নীচের তালিকায়-