ব্যক্তিগত ঋণের প্রয়োজন? সহজেই মিলবে ফ্লিপকার্টে

axis flipkart

এ বার ব্যক্তিগত ঋণ (Personal loan) দেবে ভারতের বৃহত্তম ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart)। নিজের গ্রাহকদের কাছে সহজে এই ঋণ পৌঁছে দিতে বেসরকারি ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্কের (Axis Bank) সঙ্গে গাঁটছড়া বেঁধেছে সংস্থা।

প্রায় ৪৫ কোটি গ্রাহকের কাছে ব্যক্তিগত ঋণের অতিরিক্ত সুবিধা পৌঁছে দিতে অ্যাক্সিস ব্যাঙ্কের সঙ্গে ফ্লিপকার্টের এই মেলবন্ধন বেশ তাৎপর্যপূর্ণ। নতুন এই ব্যক্তিগত ঋণ পরিষেবা অত্যন্ত প্রতিযোগিতামূলক ঋণের বিকল্পগুলি অফার করে। যা ৫ লক্ষ টাকার বেশি পরিমাণ ঋণ মঞ্জুর করে।

৬-৩৬ মাসেপ ইএমআই

জানা গিয়েছে, ঋণগ্রহীতারা ৬ থেকে ৩৬ মাস পর্যন্ত ইএমআই-এর মাধ্যমে এই পরিশোধের সুবিধা পাবেন। ফ্লিপকার্টের ব্যক্তিগত ঋণের সূচনা আজকের আর্থিক পরিবেশে গ্রাহকদের চাহিদা মেটাতে এবং ডিজিটাল ঋণ দেওয়ার সম্ভাবনাকে কাজে লাগানোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।

ভারতীদের মধ্যে জীবনধারা উন্নত করার জন্য একটা আকাঙ্ক্ষা ক্রমশ বাড়ছে। ফ্লিপকার্ট এবং অ্যাক্সিস ব্যাঙ্ক গ্রাহকদের চাহিদা পূরণের জন্য ডিজিটাল ফার্স্ট সলিউশন নিয়ে এসেছে। এ ধরনের ব্যক্তিগত ঋণ পরিষেবা গ্রাহকদের ক্রয় ক্ষমতার যেমন বৃদ্ধি ঘটাবে, তেমনই উন্নতও করে তুলতে সহায়ক।

ফ্লিপকার্টের এই ঋণ পরিষেবায় বিভিন্ন ধরন রয়েছে। যা সমস্ত ধরনের গ্রাহককে আকৃষ্ট করতে সাহায্য করবে বলে ধারণা সংস্থার। যেগুলির মধ্যে অন্যতম পে লেটার, প্রোডাক্ট ফাইন্যান্সিং, সেলার ফাইন্যান্সিং, ক্রেডিট কার্ড এবং ব্যক্তিগত ঋণের সুবিধা।

৩০ সেকেন্ডে ঋণ অনুমোদন

সংস্থা জানিয়েছে, ব্যক্তিগত ঋণের অনুমোদনের জন্য মাত্র ৩০ সেকেন্ড অপেক্ষা করতে হতে পারে আবেদনকারীকে। তাঁদের ঋণের আবেদন শুরু করার জন্য অবশ্যই কিছু মৌলিক বিবরণের প্রয়োজন। যেমন প্যান, জন্ম তারিখ এবং কাজের বিবরণ দিতে হবে। একবার এই বিবরণগুলি জমা করা হলে, আবেদনকারীর ঋণের সীমা অনুমোদন করবে অ্যাক্সিস ব্যাঙ্ক।

এর পর গ্রাহকরা নিজের স্বাচ্ছন্দ্য মতো মাসিক কিস্তি পরিশোধের ক্ষমতা বিবেচনা করে ঋণের পরিমাণ এবং পরিশোধের পদ্ধতি বেছে নিতে পারেন। ঋণের আবেদন চূড়ান্ত করার আগে পর্যালোচনার জন্য একটি বিস্তৃত ঋণ সারাংশ, পরিশোধের বিবরণ এবং শর্তাবলী উপস্থাপন করবে ফ্লিপকার্ট।

আরও পড়ুন: চলতি জুন মাসে শেষ হচ্ছে এই ৩টি গুরুত্বপূর্ণ কাজের সময়সীমা, নজর রাখুন

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.