বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আর্থিক কাজের সময়সীমা শেষ হচ্ছে চলতি জুলাই মাসে। সেক্ষেত্রে হাতে সময় থাকতে এই কাজগুলি সেরে ফেলা ভালো। নইলে জটিলতা তো বাড়বে, সঙ্গে কোনো ক্ষেত্রে মোটা অঙ্কের জরিমানাও গুনতে হতে পারে।
আয়কর রিটার্ন ফাইল
২০২৩ আর্থিক বছরের জন্য আয়কর রিটার্ন (ITR) দাখিলের শেষ তারিখ আগামী ৩১ জুলাই। এর পরে আপনি আইটিআর ফাইল করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে জরিমানা-সহ আইটিআর ফাইল করতে হবে। বিলম্বিত আয়কর রিটার্ন দাখিলের শেষ সময়সীমা ৩১ ডিসেম্বর। এর আগে, আপনি যদি আইটিআর ফাইল না করেন, তবে আপনি রিটার্ন দাখিল করতে পারবেন না।
কোনো ব্যক্তি যদি ৩১ জুলাইয়ের পরে এবং ৩১ ডিসেম্বরের আগে আইটিআর ফাইল করেন তবে তাকে বিলম্বিত আইটিআর বলা হয়। বিলম্বিত আইটিআর ফাইলিংয়ের জন্য জরিমানা দিতে হয়। বর্তমান ট্যাক্স নিয়ম অনুযায়ী আইটিআর ভেরিভাই করতে হয়। এর জন্য ৩০ দিন সময় পাওয়া যায়।
বেশি হারে পেনশন
কর্মচারী ভবিষ্য তহবিল প্রকল্পের আওতায় যোগ্য ব্যক্তিদের উচ্চতর পেনশন প্রকল্পের সুবিধা নিতে ১১ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে। এর আগে এই কাজটির সময়সীমা ছিল ২০ জুন, পরবর্তীতে তা বাড়ানো হয়। উচ্চ পেনশন প্রকল্পের অধীনে আবেদন করার শেষ তারিখ এই নিয়ে তিনবার বাড়ানো হয়েছে।
এইচডিএফসি ফিক্সড ডিপোজিট
দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি প্রবীণ নাগরিকদের জন্য একটি স্থায়ী আমানত প্রকল্প চালু করেছে। যাতে বিনিয়োগের শেষ তারিখ ৭ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। ৫ বছর ৫ দিন থেকে ১০ বছরের জন্য এই স্কিমের অধীনে দেওয়া সর্বোচ্চ সুদের হার হল ৭.৭৫ শতাংশ। এই সুদের হার ৫ কোটি টাকার কম এফডি-র জন্য।
আরও পড়ুন: ১ জুলাই থেকে এই ৫টি গুরুত্বপূর্ণ আর্থিক পরিবর্তন, সজাগ থাকুন