মুম্বই-কলকাতা, সরাসরি উড়ান চালু করল আকাসা এয়ার

akasa air

মুম্বই এবং কলকাতার মধ্যে সরাসরি উড়ান শুরু করল ভারতের নতুন এয়ারলাইন আকাসা এয়ার (Akasa Air)। নিজের অভ্যন্তরীণ সংযোগ আরও উন্নত করে শুক্রবার (৭ জুলাই) থেকে এই নতুন পরিষেবাটি চালু করল সংস্থা।

কলকাতাকে বেঙ্গালুরু, মুম্বই এবং গুয়াহাটির মতো তিনটি গন্তব্যের সঙ্গে সংযুক্ত করবে আকাসা এয়ার। দিল্লি এবং অমদাবাদের মধ্যে দুটি দৈনিক উড়ান চালু করে ইতিমধ্যে ফ্রিকোয়েন্সিও বাড়িয়েছে তারা।

বিমান সংস্থাটি একটি বিবৃতিতে বলেছে, সপ্তাহে ২০০‌টি উড়ানের মাধ্যমে মুম্বইকে এখন ১২টি অভ্যন্তরীণ গন্তব্যের সঙ্গে যুক্ত করা হয়েছে। গন্তব্য শহরগুলির মধ্যে রয়েছে অমদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, লখনই, গোয়া, কলকাতা, হায়দরাবাদ, বারাণসী, বাগডোগরা, কোচি এবং গুয়াহাটি। আরও, শহর থেকে বিভিন্ন বিশিষ্ট গন্তব্য যেমন দিল্লি, গোয়া এবং বেঙ্গালুরুতে দৈনিক গড় ফ্রিকোয়েন্সি বেড়েছে যথাক্রমে তিন গুণ, চার গুণ এবং আট গুণ।

ক্রমশ বেড়ে চলা চাহিদা পূরণে পুনে থেকে দিল্লি এবং গোয়ার সরাসরি ফ্লাইটগুলির সঙ্গে সংযোগকে আরও জোরদার করেছে আকাসা এয়ার। এই শহর থেকে সাপ্তাহিক প্রস্থান ৪৭টি পর্যন্ত উড়ান বেঙ্গালুরু, দিল্লি, ভুবনেশ্বর এবং গোয়া-সহ মোট ৪টি অভ্যন্তরীণ গন্তব্যে উড়ে যায়।

এ ব্যাপারে আকাসা এয়ারের সহ-প্রতিষ্ঠাতা এবং চিফ কমার্শিয়াল অফিসার প্রবীণ আইয়ার বলেন, “আকাসা এয়ারের জন্ম হয়েছিল ভারতীয়দের জন্য বিমান ভ্রমণ সহজলভ্য করার লক্ষ্য নিয়ে। আমরা আমাদের নেটওয়ার্ককে অপ্টিমাইজ করতে পেরে আনন্দিত। আমাদের লক্ষ্য, নতুন রুট চালু করার পাশাপাশি অতিরিক্ত ফ্লাইটগুলির মাধ্যমে গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে উন্নত বিমান পরিষেবা পৌঁছে দেওয়া”।

আরও পড়ুন: ডেবিট-ক্রেডিট কার্ড ইস্যুতে নয়া নিময়! পরামর্শ রিজার্ভ ব্যাঙ্কের খসড়া বিজ্ঞপ্তিতে

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.