ভারতে আয় বৈষম্য হ্রাস পেয়েছে! উচ্চ করের ভিত্তি এবং নিম্ন আয় থেকে উচ্চ আয়কর বন্ধনীতে করদাতাদের স্থানান্তর ঘটেছে। এমনটাই বলছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার একটি রিপোর্ট।
ভারতে ১০০ কোটি টাকার বেশি আয়ের মানুষের সংখ্যা বেড়েছে পাঁচগুণ। সোমবার একটি রিসার্চ রিপোর্ট প্রকাশ করেছে করেছে এসবিআই (SBI)। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩-১৪ অর্থবছরে ১০০ কোটি টাকার বেশি আয় করা লোকের সংখ্যা যা ছিল মাত্র, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের সাত বছরের মেয়াদে তা পাঁচগুণ বেড়েছে।
এসবিআই-এর রিপোর্চ অনুসারে, ২০১৩-১৪ আর্থিক বছরে ১০০ কোটি টাকার বেশি আয়ের লোকের সংখ্যা ছিল ২৩ জন। আর এই ২৩ জনের মোট আয় ছিল ২৯,৯২০ কোটি টাকা। এরপর ক্ষমতায় আসে মোদী সরকার। মোদী সরকারের সাত বছরের মেয়াদে, ২০২০-২১ আর্থিক বছরে ১০০ কোটি টাকার বেশি আয় করা লোকের সংখ্যা বেড়ে হয়েছে ১৩৬। তার মানে,ওই সাত বছরে ১০০ কোটি টাকার বেশি আয় করা লোকের সংখ্যা প্রায় পাঁচগুণ বা ৪৯১ শতাংশ বেড়েছে।
রিপোর্টে আরও বলা হয়েছে, ২০১৩-১৪ আর্থিক বছরে করদাতাদের মোট আয়ের মধ্যে ১০০ কোটি টাকার বেশি আয়ের এই ২৩ জনের আয়ের অংশ ছিল ১.৬৪ শতাংশ। পরবর্তী সাত বছরে ১০০ কোটি টাকার বেশি আয় করা লোকের সংখ্যা ৪৯১ শতাংশ বেড়েছে ঠিকই, তবে ২০২০-২১ আর্থিক বছরে সমস্ত করদাতার মোট আয়ের তুলনায় তাঁদের অংশীদারিত্ব ০.৭৭ শতাংশে নেমে এসেছে।
এসবিআই তথ্য অনুযায়ী, সব শ্রেণির মানুষের আয় বাড়লেও, সেই তুল্যমূল্য বিচারে একে বারে উপরের ও নীচের শ্রেণির মানুষের আয় কমেছে।
আরও পড়ুন: এক মাসে দু’বার! ফিক্সড ডিপোজিটে আবারও সুদের হার বাড়াল পিএনবি