অ্যাক্সিস ব্যাঙ্ক গ্রাহকদের জন্য সুখবর! শুরু নতুন পরিষেবা

গ্রাহকদের জন্য সুখবর শুনিয়েছে দেশের অন্যতম বেসরকারি ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank)। চালু হয়েছে নতুন একটি ফিচার। অ্যাক্সিস মোবাইল অ্যাপ্লিকেশনে নিজের সর্বশেষ ফিচার ‘ওয়ান-ভিউ’ চালু করার ঘোষণা করেছে ব্যাঙ্ক।

এক্ষেত্রে অ্যাক্সিস ব্যাঙ্ক হল প্রথম বেসরকারি ব্যাঙ্ক, যারা নিজের গ্রাহকদের জন্য একটি নিরবচ্ছিন্ন ব্যাঙ্কিং অভিজ্ঞতা তৈরি করতে অ্যাকাউন্ট অ্যাগ্রিগেটর ইকোসিস্টেম ব্যবহার করে এই নতুন যুগের ব্যাঙ্কিং পরিষেবা চালু করেছে।

কী সুবিধা মিলবে

অ্যাক্সিস ব্যাঙ্কের এই নতুন ফিচার গ্রাহকদের আর্থিক ব্যবস্থাপনার প্রক্রিয়াকে সহজ করবে। তাদের একক প্ল্যাটফর্মে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাক্সেস দেবে। যেখান থেকে গ্রাহকরা ব্যালেন্স এবং রিয়েল টাইমে লেনদেন দেখতে পাবেন।

এ ব্যাপারে অ্যাক্সিস ব্যাঙ্কের প্রেসিডেন্ট ও হেড ডিজিটাল বিজনেস সমীর শেঠি জানান, এখানে তাৎক্ষণিক ভাবে ঋণের অফার করা হবে। বর্তমান এবং নতুন- উভয় ধরনের আবেদনকারী যেখানে সম্পূর্ণ ডিজিটাল এবং কাগজবিহীন পদ্ধতিতে ঋণের আবেদন জানাতে পারবেন।

গ্রাহকরা কীভাবে উপকৃত হবেন?

প্রথমত, অ্যাক্সিস মোবাইল অ্যাপে গ্রাহকরা নিজের নন-অ্যাক্সিস ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিকে লিঙ্ক করার সুবিধা পাবেন। এখান থেকেই বহুবিধ ভাবে উপকৃত হবেন গ্রাহকরা। কারণ, একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট জুড়ে নিজের অ্যাকাউন্ট ব্যালেন্স এবং লেনদেনের বিশদ বিবরণের একটি বিস্তৃত তথ্য সহজেই মিলবে।

কিভাবে এটা কাজ করে?

মোবাইল ওটিপি ভেরিফিকেশন

Finvu দ্বারা পাঠানো OTP যাচাই করুন

আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নির্বাচন করুন

আপনি লিঙ্ক করতে চান এমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বেছে নিন

আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করুন

ওটিপির মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাইকরণ

সর্বশেষ ট্র্যাকিং

নির্বিঘ্নে আপনার ব্যাঙ্ক লেনদেন ট্র্যাক করুন

দ্রষ্টব্য: FINVU হল RBI নিয়ন্ত্রিত অ্যাকাউন্ট এগ্রিগেটর।

অ্যাক্সিস ব্যাঙ্ক ওয়ান ভিউ সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন: One-View on Axis Mobile

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.