বিবি ডেস্ক : রবিবার সংশোধিত ট্যারিফ প্রকাশ করেছে দেশের অন্যতম টেলিকম সংস্থা ভারতী এয়ারটেল। আগামী ৩ ডিসেম্বর থেকে কার্যকরী হবে এই নয়া মাশুল। খুব স্বাভাবিক ভাবে বাডার শুরুর প্রথমদিনই নজের থাকবে ভারতী এয়ারটেল এবং ভারতী ইনফ্রাটেলের শেয়ারে এদিন নজর রাখতেই হবে।
মাশুল বাড়ানোর পরিকল্পনার কথা জানাতেই গত শুক্রবার বাজার বন্ধের সময় এয়ারটেলর শেয়ারের দাম ৭.৬ শতাংশ বেড়ে হয় ২৭৬টাকা।
একই ভাবে এয়ারটেলের প্রতিযোগী সংস্থা ভোডাফোনও মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করেছে। এদিন নজর থাকবে ভোডাফোন আইডিয়ার শেয়ারেও।
৬ ডিসেম্বর থেকে রিলায়েন্স জিও পরিষেবা চার্জ ৪০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে। এই জন্য গ্রাহকরা ৩০০ শতাংশ বাড়তি সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছে সংস্থাটি। রিলায়েন্স জিও শেয়ারেও এদিন নজর থাকবে।
এছাড়া যে শেয়ারগুলিতে নজর রাখতে হবে সেগুলি হল, ইয়েস ব্যাঙ্ক, আরবিএল ব্যাঙ্ক,অ্যাক্সিস ব্যাঙ্ক, গাড়ি সংস্থার শেয়ার, ডিএলএফ, এনবিসিসি, ওবেরয় রিয়ালিটি।
এখানে উল্লেখযোগ্য বেসরকারি ব্যাঙ্ক আরবিএল নতুন করে পুঁজির সংস্থান করার উদ্যোগ নিয়েছে। আবাসন নির্মাতা ওবেরয় রিয়ালিটির সঙ্গে ম্যারিওট ইন্টারন্যাশানাল কথা চলছে মুম্বইয়ের ওরেলিতে ১২০ রুমের একটি পাঁচতারা হোটেল নির্মাণ নিয়ে। এর প্রভাব পড়তে পারে সংস্থার শেয়ারে।
Discover more from banglabiz
Subscribe to get the latest posts sent to your email.