বিবি ডেস্ক : দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি-র হার কমে হয়েছে ৪.৫ শতাংশ। আর একটি তথ্য মোদী সরকারের কপালে ভাঁজ ফেলেছে। অক্টোবর মাসে আটটি পরিকাঠামো শিল্পে উৎপাদন কমেছে ৫.৮ শতাংশ।
এই আটটি শিল্পের মধ্যে ছ’টি শিল্পের অবস্থা খুবই করুণ।
কয়লা শিল্পে উৎপাদন পড়েছে ১৭.৬ শতাংশ, অপরিশোধিত তেলে ৫.১ শতাংশ এবং প্রকৃতিক গ্যাসের হার ৫.৭ শতাংশ।
ওই মাসে সিমেন্ট, স্টিল এবং ইলেকট্রিসিটি ক্ষেত্রে উৎপাদন বেশ কমেছে।
অক্টোবর মাসের একটি সেকটরে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। সার শিল্পে উৎপাদন বড়েছে১১.৮ শতাংশ।