বিবি ডেস্ক : আজ মঙ্গলবার যে স্টকগুলি নজরে থাকবে:
আরবিএল ব্যাঙ্ক : এই বেসরকারি ব্যাঙ্কটি শেয়ার ছেড়ে বাজার থেকে তহবিল সংগ্রহ করবে। আরবিএল জানিয়েছে , বোর্ড ৩৫২টাকা শেয়ারের ‘ফ্লোর প্রাইস’ হিসাবে দামের অনুমোদন দিয়েছে। সংস্থার লক্ষ দু’হাজার কোটি টাকা বাজার থেকে তোলা।
ইয়েস ব্যাঙ্ক : সোমবার এলাহাবাদের ন্যাশানাল কোম্পানি ল ট্রাইব্যুনালের বেঞ্চে ইয়েস ব্যাঙ্ক জিপি হেলথ কেয়ারের বিরুদ্ধে ইনসলভেন্সি পিটিশন দাখিল করেছে। সংস্থার জিপি হেলথকেয়ারের প্রমোটার জিপি ইনফোটেকের কাছ থেকে ১৮৯.৪ কোটি দাবি করে এই মামলা করেছে।
ইউনাটেড স্পিরিট: ডায়জিও নিয়ন্ত্রিত ইউনাইটেড স্পিরিট লিমিটেড (ইউএসএল) ভারতের বৃহত্তম মদ সংস্থা তার সংগরিষ্ঠ মালিকানাধীন পাইওনিয়ার ডিস্টিলারি লিমিটেডে সঙ্গ সংযুক্তিকরণের প্রস্তাব করেছে। এই প্রস্তাবটি এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনাধীন।
ডিএইচএলএফ : সোমবার ন্যাশানাল কোম্পানি ল ট্রাইব্যুনালের মুম্বই বেঞ্চ ডিএইচএলএফের বিরুদ্ধে দেউলিয়া মামলা গ্রহণ করতে রাজি হয়েছে।
এছাড়া মঙ্গলবার আরও যে স্টকগুলি নজরে থাকবে সেগুলি হল, ভারতী এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া,জিপি ইনফোটেক, ব্যাঙ্ক অফ বরোদা, বজাজ ফিনান্স, রেমন্ড, বায়োকন লিমিটেড।
উল্লেখ্য বায়োকন বাজারে আনছে স্তন ক্যান্সারের ওষুধ।