ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকলে চার্জ। শুধু কি তাই, অতিরিক্ত এটিএম লেনদেন হোক বা এসএমএস পরিষেবা- সবের জন্যই চার্জ করে ব্যাঙ্কগুলি। আমজনতার কাছ থেকে এ ভাবে কেটে নেওয়া চার্জ বাবদ ব্যাঙ্কের ‘আয়ের’ পরিমাণ শুনলে চমকে যাবেন!
কত টাকা আদায়?
কেন্দ্রীয় সরকার সংসদকে জানিয়েছে, ২০১৮ সাল থেকে এ ধরনের চার্জ বাবদ ৩৫,০০০ কোটি টাকার বেশি আদায় করেছে ব্যাঙ্কগুলো।
প্রামাণ্য নথি হিসেবে অ্যাক্সিস ব্যাঙ্ক লিমিটেড, এইচডিএফসি ব্যাঙ্ক লিমিটেড, আইসিআইসিআই ব্যাঙ্ক লিমিটেড, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক লিমিটেড এবং আইডিবিআই ব্যাঙ্ক লিমিটেড-সহ বড়ো সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কগুলি থেকে সংগৃহীত পরিসংখ্যানগুলি দেখানো হয়েছে।
কোন খাতে কত আদায়
কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী ভগবত কারাদ রাজ্যসভায় একটি লিখিত জবাবে জানান, অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখার কারণে ২১,০৪৪.৪ কোটি টাকা সংগ্রহ করেছে ব্যাঙ্কগুলি। বলে রাখা ভালো, সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যাঙ্ক ব্যালেন্স না রাখার ক্ষেত্রে ব্যাঙ্কগুলিকে যুক্তিসঙ্গত শাস্তিমূলক চার্জ ঠিক করার অনুমতি দিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। ওই নিয়ম কার্যকর হয় ২০১৫ সালের ১ এপ্রিল।
এ ছাড়া অতিরিক্ত এটিএম লেনদেনের জন্য ৮,২৮৯.৩ কোটি টাকা এবং এসএমএস পরিষেবা থেকে সংগ্রহ করেছে ৬,২৫৪.৩ কোটি টাকা।
উল্লেখ্য, ব্যাঙ্কগুলি সেভিংস অ্যাকাউন্টধারীদের এক মাসে ন্যূনতম পাঁচটি বিনামূল্যে এটিএম লেনদেনের অফার দেয়। তার বাইরে, অর্থাৎ অতিরিক্ত এটিএম লেনদেনের জন্য গ্রাহকের কাছ থেকে চার্জ কেটে নেওয়া হয়। নিজের ব্যাঙ্ক ছাড়া, অন্য ব্যাঙ্কের এটিএম থেকে আর্থিক লেনদেনের ক্ষেত্রে গ্রাহকরা মেট্রো শহরে তিনটি বিনামূল্যের লেনদেন এবং নন-মেট্রো অবস্থান থেকে পাঁচটি বিনামূল্যে লেনদেনের সুবিধা পেয়ে থাকেন।
তথ্যসূত্র: ব্লুমবার্গ