ব্যাঙ্ক গ্রাহকদের সুবিধার জন্য বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আপনি সহজেই এই তালিকাটি জেনে নিয়ে নিজের ব্যাঙ্ক সম্পর্কিত কাজের একটি তালিকা তৈরি করতে পারেন। রিজার্ভ ব্যাঙ্কের প্রকাশিত তালিকা অনুসারে, আগামী সেপ্টেম্বর মাসে ব্যাঙ্কগুলি মোট ১৬ দিনের জন্য বন্ধ থাকবে। তবে এই ছুটি অঞ্চল সাপেক্ষে।
সেপ্টেম্বর মাসে ব্যাঙ্ক ছুটির রাজ্য-ভিত্তিক তালিকা
তারিখ | বার | ছুটি | অঞ্চল |
৩ সেপ্টেম্বর, ২০২৩ | রবিবার | সাপ্তাহিক ছুটি | সারা দেশে |
৬ সেপ্টেম্বর, ২০২৩ | বুধবার | জন্মাষ্টমী | ভুবনেশ্বর, চেন্নাই, হায়দরাবাদ – অন্ধ্রপ্রদেশ, পটনা |
৭ সেপ্টেম্বর, ২০২৩ | বৃহস্পতিবার | শ্রী কৃষ্ণ অষ্টমী | অমদাবাদ, চণ্ডীগড়, গ্যাংটক, হায়দরাবাদ – তেলঙ্গনা, জয়পুর, জম্মু, কানপুর, লখনউ, রায়পুর, রাঁচি, শিলং, সিমলা, শ্রীনগর |
৯ সেপ্টেম্বর, ২০২৩ | শনিবার | দ্বিতীয় শনিবার | সারা দেশে |
১০ সেপ্টেম্বর, ২০২৩ | রবিবার | সাপ্তাহিক ছুটি | সারা দেশে |
১৭ সেপ্টেম্বর, ২০২৩ | রবিবার | সাপ্তাহিক ছুটি | সারা দেশে |
১৮ সেপ্টেম্বর, ২০২৩ | সোমবার | বর্ষসিদ্ধি বিনায়ক ব্রত এবং বিনায়ক চতুর্থী | বেঙ্গালুরু, হায়দরাবাদ-তেলেঙ্গনা |
১৯ সেপ্টেম্বর, ২০২৩ | মঙ্গলবার | গণেশ চতুর্থী | অমদাবাদ, বেলাপুর, ভুবনেশ্বর, নাগপুর, মুম্বাই, পানাজি |
২০ সেপ্টেম্বর, ২০২৩ | বুধবার | গণেশ চতুর্থী (দ্বিতীয় দিন) এবং নুয়াখাই (ওড়িশা) | ভুবনেশ্বর এবং পানাজি |
২২ সেপ্টেম্বর, ২০২৩ | শুক্রবার | শ্রী নারায়ণ গুরু সমাধি দিবস | কোচি এবং তিরুবনন্তপুর |
২৩ সেপ্টেম্বর, ২০২৩ | শনিবার | চতুর্থ শনিবার এবং মহারাজা হরি সিংয়ের জন্মদিন | সারা দেশে |
২৪ সেপ্টেম্বর, ২০২৩ | রবিবার | সাপ্তাহিক ছুটি | সারা দেশে |
২৫ সেপ্টেম্বর, ২০২৩ | সোমবার | শ্রীমৎ শঙ্করদেবের জন্মবার্ষিকী | গুয়াহাটি |
২৭ সেপ্টেম্বর, ২০২৩ | বুধবার | মিলাদ-ই-শেরিফ (নবী মহম্মদের জন্মদিন) | জম্মু, শ্রীনগর, কোচি এবং তিরুবনন্তপুরম |
২৮ সেপ্টেম্বর, ২০২৩ | বৃহস্পতিবার | ঈদ-ই-মিলাদ বা ঈদ-ই-মিলাদুন্নবী (বড় ওয়াফাত) | অমদাবাদ, আইজল, বেলাপুর, বেঙ্গালুরু, চেন্নাই, দেহরাদুন, হায়দরাবাদ – তেলঙ্গনা, ইম্ফল, কানপুর, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, রাঁচি, রায়পুর |
২৯ সেপ্টেম্বর, ২০২৩ | শুক্রবার | ঈদ-ই-মিলাদ-উল-নবীর পর শুক্রবার/ইন্দ্রযাত্রা | জম্মু ও শ্রীনগর, গ্যাংটক |
ব্যাঙ্কের বেশ কিছু ছুটি রাজ্যের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। উল্লেখযোগ্য ভাবে, আগস্ট মাসে বেশ কিছু ছুটি থাকে ব্যাঙ্কে। উৎসব, জন্মবার্ষিকী এবং শনি ও রবিবারের কারণে এ মাসে অনেক দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
উল্লেখ্য, প্রতি মাসে ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। কেন্দ্রীয় ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও এই তালিকাটি দেখে নেওয়া যায়। যদি ব্যাঙ্কে গুরুত্বপূর্ণ কাজ থাকে, তা হলে ছুটির আগের দিনই মিটিয়ে নিতে পারেন। তবে ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও নেট ব্যাঙ্কিং, এটিএম, ডিজিটাল পেমেন্টের মাধ্যমে আপনার কাজ সেরে নিতে পারেন।
আরও পড়ুন: উচ্চ শিক্ষার জন্য শিক্ষাঋণ নিতে চান? আগে বিবেচনা করুন এই বিষয়গুলি
Discover more from banglabiz
Subscribe to get the latest posts sent to your email.