স্বাধীনতা দিবসে ইলেকট্রিক স্কুটারের নতুন মডেল আনছে ওলা

ola scooter

চলতি মাসে ফের একটি বৈদ্যুতিক স্কুটারের মডেল আনছে ওলা ইলেকট্রিক। কয়েকদিন আগেই সংস্থাটি S1 Air নামে একটি মডেল বাজারে এনেছিল। একটি সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী সংস্থাটি S1X নামে একটি বৈদ্যুতিক স্কুটার আনার পরিকল্পনা করেছে সংস্থাটি।

নতুন এই মডেলটি সম্পর্কে সংস্থার তরফে কিছু না বলা হলেও, মনে করা হচ্ছে এটির দাম এক লক্ষ টাকার নীচেই থাকবে। আগামী ১৫ আগস্ট ওলা S1X বাইকটি লঞ্চ করতে পারে। সূত্রের খবর, প্রায় ১০০ কিলোমিটার রেঞ্জে এই স্কুটারটি মিলতে পারে।

ফিচার

ওলার S1 স্কুটারগুলিতে নানা দুর্দান্ত সব ফিচার রয়েছে। অভিনব ডিজাইন, অত্যাধুনিক প্রযুক্তি, দূর্দান্ত পারফরমেন্স মিলবে এই স্কুটারগুলিতে। সম্প্রতি S1Air মডেলটি চালু হয়েছে। এই মেডেলে আগে S1 মডেলগুলির মতো অভিনবত্ব রয়েছে। ব্যাটারির ক্ষমতা তিন কিলোওয়াট। ১২৫ কিলোমিটার রেঞ্জে রয়েছে। ওলার এই বাইকটির সবচেয়ে বেশি ঘণ্টা ৯০ কিলোমিটার বেগে ছুটতে পারে।

২০২৪-এ কী আইপিও ছড়াবে ওলা

শেয়ার বাজার থেকে অর্থ সংগ্রহের জন্য ২০২৪-এ আইপিও ছাড়ার পরিকল্পনা রয়েছে সংস্থাটির। চলতি আর্থিক বছরের প্রথম দুমাসে ওলারা আয় বেড়েছে অনেকটাই। দুই মাসে আয় ৫০০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। অনুমান করা বছরেরে শেষ আয় এক বিলিয়ন ডলার ছাড়াবে।

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.