৩১ মার্চ মানে একটি আর্থিক বছরের শেষ দিন। ১ এপ্রিল থেকে শুরু নতুন আর্থিক বছর (২০২৪-২৫)। নতুন আর্থিক বছরের প্রথম দিন থেকেই টাকা-পয়সা সম্পর্কিত বেশ কিছু নিয়ম বদলে যাচ্ছে।
১. ইপিএফ
১ এপ্রিল থেকে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে (EPFO) বড়সড় পরিবর্তন হতে চলেছে। যদি কোনো কর্মী নতুন আর্থিক বছরে চাকরি পরিবর্তন করেন, তাঁর পিএফ অ্যাকাউন্ট এখন স্বয়ংক্রিয় ভাবে নতুন নিয়োগকর্তার কাছে স্থানান্তরিত হবে। আগে এটি শুধুমাত্র গ্রাহকদের অনুরোধে স্থানান্তর করা হতো।
২. আয়কর
নতুন আর্থিক বছর থেকে ডিফল্ট কর ব্যবস্থায় পরিণত হবে নতুন কর ব্যবস্থা। যদি কোনো ব্যক্তি কোনো কর ব্যবস্থা বেছে না নেন, তবে তাঁর আইটিআর শুধুমাত্র নতুন কর ব্যবস্থার অধীনে দাখিল করা হবে।
৩. ফাসট্যাগ
১ এপ্রিল থেকে কেওয়াইসি ছাড়া ফাসট্যাগ নিষ্ক্রিয় হয়ে যাবে। কর্তৃপক্ষ ফাসট্যাগের জন্য কেওয়াইসি বাধ্যতামূলক করেছেন।
৪. এনপিএস
অ্যাকাউন্টে লগইন করার নিয়মে পরিবর্তন আসতে চলেছে ১ এপ্রিল থেকে। এনপিএস অ্যাকাউন্টে আধার-ভিত্তিক অথেন্টিকেশন বাধ্যতামূলক করেছে পিএফআরডিএ। এমন পরিস্থিতিতে, এনপিএস অ্যাকাউন্টে লগ ইন করতে, আইডি পাসওয়ার্ড-সহ, আপনাকে আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে পাওয়া ওটিপিও লিখতে হবে।
৫. এসবিআই ক্রেডিট কার্ড
ডেবিট কার্ডের বার্ষিক রক্ষণাবেক্ষণ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এসবিআই। ১ এপ্রিল থেকে নতুন নিয়ম কার্যকর হবে। এছাড়াও, এসবিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে ভাড়া মেটানোর জন্য দেওয়া রিওয়ার্ড পয়েন্টগুলিও বন্ধ করা হচ্ছে।
৬. ওষুধ
১ এপ্রিল থেকে বেশ কিছু ওষুধে বর্ধিত মূল্য চাপছে। ওষুধের মূল্য নিয়ন্ত্রক ন্যাশনাল লিস্ট অফ এসেনশিয়াল মেডিসিনে অধীনে ব্যথানাশক, অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টি-ইনফেকশন ওষুধের মতো কিছু প্রয়োজনীয় ওষুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: এপ্রিলে ১৪টি ছুটি ব্যাঙ্কের, জানুন কোন দিন কোথায় বন্ধ থাকবে