মঙ্গলবার কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আয়কর নিয়ে বড় খবর শোনালেন তিনি। নতুন কর ব্যবস্থায় ( নিউ রেজিম) কাঠামো বদল করল কেন্দ্র। বাড়ল আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা।
এ দিন অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, নতুন কর পরিকাঠামোয় ৩ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কোনও কর দিতে হবে না। এক নজরে দেখে নিন বিস্তারিত –
বছরে শূন্য থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত আয়: কোনও কর দিতে হবে না।
বছরে ৩ লক্ষ থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়: কর দিতে হবে ৫ শতাংশ।
বছরে ৭ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা আয়: কর দিতে হবে ১০ শতাংশ।
বছরে ১০ লক্ষ থেকে ১২ লক্ষ টাকার মধ্যে আয়: কর দিতে হবে ১৫ শতাংশ হারে।
বছরে ১২ লক্ষ টাকা থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত আয়: কর দিতে হবে ২০ শতাংশ।
বছরে ১৫ লক্ষ টাকা পর্যন্ত আয়: কর দিতে হবে ২০ শতাংশ।
বছরে ১৫ লক্ষ টাকার বেশি আয়: ৩০ শতাংশ হারে দিতে হবে কর।
উপরের তথ্য থেকে স্পষ্ট, নতুন কর ব্যবস্থায় ১৭,৫০০ টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন করদাতারা। তবে পুরনো ব্যবস্থায় (ওল্ড রেজিম) আয়করের ক্ষেত্রে কোনও পরিবর্তন করা হল এ বছরের কেন্দ্রীয় বাজেটে।