বেসরকারি ক্ষেত্রে কর্মরতদের জন্য ইপিএফও (EPFO) খুবই গুরুত্বপূর্ণ। এ ধরনের কর্মীদের জন্য সামাজিক নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে কাজ করে সংস্থা। গ্রাহক সদস্যদের বেতন থেকে নির্দিষ্ট অংক কেটে নেওয়ার পর তাঁদের প্রভিডেন্ট ফান্ড পরিচালনা করে ইপিএফও।
ইপিএফও-র সাধারণ নিয়ম
প্রতি মাসে কর্মচারীদের বেতনের একটি অংশ ইপিএফ আকারে জমা হয়। এ ছাড়াও, কোম্পানি প্রতি মাসে কর্মচারীর পিএফ অ্যাকাউন্টে অবদান রাখে। এইভাবে, ধীরে ধীরে কর্মচারীর পিএফ অ্যাকাউন্টে ন্যায্য পরিমাণ জমা হয়, যা বিভিন্ন কাজে সংস্থার সদস্যদের আর্থিক সহযোগিতা করে। বলে রাখা ভালো, সদস্য কর্মীর জমা টাকার উপর সুদও দেওয়া হয়।
৩টি গুরুত্বপূর্ণ পরিষেবা
নিজের গ্রাহকদের বিভিন্ন পরিষেবা এবং সুবিধা দিয়ে থাকে ইপিএফও। এই পরিষেবাগুলির মধ্যে অন্যতম পিএফ (PF), ইপিএস (EPS) এবং ইডিএলআই (EDLI)। ইপিএফও-র এই তিনটি সমাধান অনেক কাজে লাগে এবং সদস্যরা সহজেই সেগুলি নিজেই ট্র্যাক করতে পারেন। এর জন্য, ধারাবাহিক ভাবে পুরো প্রক্রিয়াকে সহজ করে চলেছে সংস্থা। এর অনেক পরিষেবা উমঙ্গ অ্যাপেও পেতে পারেন সদস্যরা।
উমঙ্গ অ্যাপে পিএফ পাসবুক
কোনো সদস্য পাসবুকের মাধ্যমে দেখতে পারেন তাঁর পিএফ অ্যাকাউন্টে কত টাকা জমা হয়েছে। এর পাশাপাশি, নিজের পাসবুক সম্পর্কিত আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ও জানতে পারবেন। কয়েকটি সহজ পদক্ষেপ অনুসরণ করে ঘরে বসে নিজের পিএফ পাসবুক দেখতে পারেন। উমঙ্গ অ্যাপটি এতে খুবই সহায়ক বলে প্রমাণিত হয়। ইপিএফও নিজেই সম্প্রতি পাঁচটি সহজ ধাপে তা জানিয়েছে।
কী ভাবে পাসবুক দেখবেন
১. UMANG অ্যাপ খুলুন এবং EPFO সার্চ করুন।
২. এর পর View Passbook অপশনে ক্লিক করুন।
৩. এর পরে আপনাকে UAN নম্বর লিখতে হবে।
৪. আপনার মোবাইল নম্বরে ওটিপি আসবে, সেটি দিন।
৫. মেম্বার আইডি সিলেক্ট করুন এবং ই-পাসবুক ডাউনলোড করুন।