সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় সেনসেক্স-নিফটি, কারণ কী

Stock Market

ভারতীয় স্টক মার্কেটের (stock market) অন্যতম ইক্যুইটি সূচকগুলি সর্বকালের সর্বোচ্চ উচ্চতা ছুঁয়ে ফেলল শুক্রবার। মূলত বিদেশি তহবিল প্রবাহ এবং বিশ্ব বাজারে একটি দৃঢ় প্রবণতার জেরে রেকর্ড পয়েন্ট ছুঁয়ে ফেলল সেনসেক্স এবং নিফটি।

এই নিয়ে টানা তৃতীয় দিন ঊর্ধ্বমুখী ভারতীয় শেয়ার বাজার। ৩০ স্টকের বিএসই সেনসেক্স (BSE Sensex) ৮০৩.১৪ পয়েন্ট বা ১.২৬ শতাংশ লাফিয়ে ৬৪,৭১৮.৫৬-র সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে গিয়েছে। এ দিনের কেনাবেচায় একটা সময় ৮৫৩.১৬ পয়েন্ট বা ১.৩৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল সেনসেক্স।

অন্য দিকে, এনএসই নিফটি (NSE Nifty) ২১৬.৯৫ পয়েন্ট বা ১.১৪ শতাংশ বেড়ে ১৯,১৮৯.০৫-এর রেকর্ড উচ্চতায় থিতু হয়েছে। দিনের একটা সময় এটি ২২৯.৬ পয়েন্ট বা ১.২১ শতাংশ বেড়ে ১৯,২০১.৭০-এর সর্বকালের ইন্ট্রা-ডে শীর্ষে পৌঁছেছে।

স্টক মার্কেট বিশেষজ্ঞদের মতে, এ দিন ইনফোসিস, এইচডিএফসি জোড়া স্টক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং টিসিএস-এ জোরালো কেনাকাটা বিনিয়োগকারীদের ইতিবাচক মনোভাবকে আরও শক্তিশালী করেছে।

সেনসেক্স প্যাকে সেরা পারফরমার মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, ৪ শতাংশেরও বেশি বেড়েছে এ দিন। তারপরে রয়েছে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, ইনফোসিস, টিসিএস, মারুতি, লার্সেন অ্যান্ড টুব্রো, টেক মাহিন্দ্রা, উইপ্রো, পাওয়ার গ্রিড, এইচডিএফসি ব্যাঙ্ক, এইচডিএফসি, বাজাজ ফিনান্স এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।

অন্য দিকে, অনেকটাই পিছিয়ে এসেছে আইসিআইসিআই ব্যাঙ্ক এবং এনটিপিসি।

এশিয়ান বাজারে, সিউল এবং সাংহাই সবুজে শেষ হয়েছে এবং টোকিও এবং হংকং নীচে নেমে স্থির হয়েছে। ইউরোপের ইক্যুইটি বাজারগুলি লাভের সঙ্গে লেনদেন করেছে। উল্লেখযোগ্য ভাবে, মার্কিন বাজারগুলি বৃহস্পতিবার রাতের ট্রেডিংয়ে লাভের মুখ দেখেছিল।

আরও পড়ুন: এমএসএমই-র বৃদ্ধিতে উৎসাহ দিতে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে জোট বাঁধল ডান অ্যান্ড ব্র‍্যাডস্ট্রিট ইন্ডিয়া

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.