এইচডিএফসি ব্যাঙ্ক এবং এইচডিএফসি মিশে গেলে গ্রাহক সংখ্যা দাঁড়াবে জার্মানির জনসংখ্যার থেকে বেশি

HDFC

মিশে যাচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক লিমিটেড (HDFC Bank Ltd) ও এইচডিএফসি (Housing Development Finance Corp)। ঘোষণা অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে এই সংযুক্তিকরণ কার্যকর হবে। এই সংযুক্তিকরণের পরে বিশ্বের সবচেয়ে সম্পদশালী ব্যাঙ্কগুলির তালিকায় স্থান করে নেবে এইচডিএফসি ব্যাঙ্ক। যা শীর্ষস্থান দখলকারী বৃহত্তম মার্কিন এবং চিনা ব্যাঙ্ককে নতুন করে চ্যালেঞ্জ জানাতে পারে।

এইচডিএফসি ব্যাঙ্ক লিমিটেড এবং হাউজিং ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশনের এই সংযুক্তিকরণ ইকুইটি মার্কেট বাজার মূলধনের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে। এ ক্ষেত্রে এইচডিএফসি ব্যাঙ্কের মূল্য দাঁড়াবে প্রায় ১৭,২০০ কোটি ডলার। ব্লুমবার্গ-এর রিপোর্ট অনুযায়ী, জেপি মরগ্যান চেজ অ্যান্ড কোম্পানি, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাঙ্ক অব চায়না লিমিটেড এবং ব্যাঙ্ক অব আমেরিকা কর্পোরেশনের পরেই ঠাঁই পাবে এইচডিএফসি ব্যাঙ্ক।

একত্রীকরণ প্রক্রিয়া ১ জুলাই কার্যকর হবে। পুনর্গঠিত এইচডিএফসি ব্যাঙ্কে গ্রাহক সংখ্যা দাঁড়াবে ১২ কোটি। যা জার্মানির জনসংখ্যার চেয়ে বেশি৷ সম্মিলিত কর্মীর সংখ্যা হবে ১ লক্ষ ৭৭ হাজার। তখন বাজার মূলধনের দিক থেকে ভারতীয় সমকক্ষ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI) এবং আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্ককে পিছনে ফেলে দেবে এইচডিএফসি।

পুরো ঘটনার জোরালো প্রভাব পড়বে এইচিডিএফসি ব্যাঙ্কের স্টকে। সংস্থার ঘোষণা অনুযায়ী, ১৩ জুলাই থেকে কার্যকর হবে এইচডিএফসি স্টক ‘ডিলিস্টিং’৷ অর্থাৎ ১৩ জুলাই গ্রুপের হাউজিং ফিন্যান্স ফার্মের শেয়ার স্টক এক্সচেঞ্জ থেকে ডিলিস্ট করা হবে। এইচডিএফসি লিমিটেড ও এইচডিএফসি ব্যাঙ্ক একীভূত হওয়ার পর ওই দিন থেকে এইচডিএফসি লিমিটেড শেয়ারের লেনদেন বন্ধ হয়ে যাবে।

বাজার বিশেষজ্ঞদের মতে, সংযুক্তিকরণ প্রক্রিয়ার অধীনে চলতি বছরের জুলাই মাসে এইচডিএফসি লিমিটেডের শেয়ারহোল্ডাররা তাঁদের কাছে থাকা প্রতি ২৫টি শেয়ারের জন্য এইচডিএফসি ব্যাঙ্কের ৪২টি শেয়ার পাবেন।

আরও পড়ুন: ৮ বছরের কম সময়ে বন্ধন ব্যাঙ্কের শাখার সংখ্যায় তিনগুণ বৃদ্ধি

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.