শেয়ার বাজারে চওড়া ধস, সেনসেক্স-নিফটিতে পতন কী কারণে

stock market

বুধবার ধস নামল ভারতীয় শেয়ার বাজারে। কেনাবেচার একটা সময় হাজার পয়েন্ট পতন দেখল সেনসেক্স। অন্য দিকে, ১৯,৫০০ স্তরের অনেক নীচে। কী কারণে এই পতন?

বিএসই তালিকাভুক্ত স্টকগুলির বাজার মূলধনে এ দিন বড়োসড়ো ধাক্কা লাগে। সেগুলির বাজার মূলধন নেমে আসে ৩০৬.৮ লক্ষ কোটিতে। তবে দিনের শেষে ৬৭৬ পয়েন্ট খুইয়ে ৬৫,৭৮২.৭৮-এ থিতু হয়েছে সেনসেক্স। অন্য দিকে, নিফটি-ও পরিস্থিতি অনেকটা সামলে নিয়ে ২০৭ পয়েন্ট হারিয়ে দাঁড়িয়ে রইল ১৯,৫২৬.৫৫-য়।

এ দিকে, আন্তর্জাতিক সমীক্ষক সংস্থাগুলির মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের সোভেরন ক্রেডিট গ্রেড পরিবর্তনের প্রভাব পড়েছে ভারতীয় শেয়ার বাজারে। তবে ভারতীয় বাজারে এই প্রভাব যে দীর্ঘস্থায়ী নয়। ভারতীয় সংস্থাগুলির প্রথম ত্রৈমাসিক আয়ের রিপোর্ট তুলে ধরে তাঁদের দাবি, এই ঘটনা দেশীয় বাজারে খুব বেশি প্রভাব ফেলবে না।

এ দিন দালাল স্ট্রিটে, অটো, ব্যাঙ্ক এবং মেটাল স্টকগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সঙ্গেই সমস্ত সেক্টরাল সূচকগুলি লাল রঙে লেনদেন করছিল। টাটা স্টিল, টাটা মোটরস, হিরো মোটো, আইশার মোটরস এবং কোল ইন্ডিয়া সাড়ে ৩ শতাংশের নীচে নেমে লেনদেন করেছে। যেখানে হেভিওয়েট রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং এইচডিএফসি ব্যাঙ্ক ১ শতাংশেরও বেশি হারিয়েছে।

অন্য দিকে, সেনসেক্সে সবচেয়ে বেশি লাভবান হয়েছে নেসলে ইন্ডিয়া, বাজারদর বেড়েছে ১.১৫ শতাংশ। এর পরে রয়েছে ইউনিলিভার, এশিয়ান পেন্টস, টেক মহিন্দ্রা। ১.৪০ শতাংশ লাভ করে তালিকায় শীর্ষে ডিভিস ল্যাব।

আরও পড়ুন: বাজারে এল রেডমি ১২ সিরিজ, মোটো জি১৪! জানুন কবে থেকে কোথায়, কত দামে কেনা যাবে

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.