বিবি ডেস্ক: ভারতে বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করেছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারের (twitter) নতুন মালিক ইলন মাস্ক (Elon Musk)। প্রায় ২০০ কর্মী ভারতে কাজ করছিলেন, যাঁদের মধ্যে ৯০ শতাংশকে বিতাড়িত করা হয়েছে। এই ছাঁটাইয়ের পরে, ভারতে টুইটারে কর্মরত মাত্র ডজনখানেক কর্মী।
চার হাজার চারশো কোটি ডলারে টুইটার কেনার পর গত সপ্তাহে সংস্থার সিইও পরাগ আগরওয়াল (Parag Agrawal)-সহ আরও বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেন মাস্ক। সম্প্রতি তিনি টুইটারে বিশ্বব্যাপী কর্মীদের ছাঁটাই করার পরিকল্পনা ঘোষণা করেছিলেন। ভারতে টুইটার যে কর্মচারীদের বরখাস্ত করেছে, তাঁদের প্রায় ৭০ শতাংশ প্রডাক্ট এবং ইঞ্জিনিয়ারিং টিমে কাজ করতেন। মার্কেটিং, পাবলিক পলিসি এবং কর্পোরেট কমিউনিকেশন বিভাগের কর্মীদেরও ছাঁটাই করা হয়েছে।
ভারতে টুইটারের অফিসগুলি রয়েছে দেশের রাজধানী নয়াদিল্লি, বাণিজ্যনগরী মুম্বই এবং প্রযুক্তিকেন্দ্র হিসেবে পরিচিত বেঙ্গালুরুতে। এই অফিসগুলিতেই প্রায় শ’দুয়ের কর্মী কর্মরত ছিলেন। তবে এখন মাত্র কয়েকজনে ঠেকেছে সেই সংখ্যা।
প্রশ্ন উঠছে, ছাঁটাইয়ের পর এত কমসংখ্যক কর্মী নিয়ে কী ভাবে ভারতে নিজেদের কার্যক্রম চালাবে টুইটার! তবে শুধু ভারত নয়, বিশ্বব্যাপী সংস্থার প্রায় অর্ধেক কর্মীকে ছাঁটাই করেছে টুইটার। ধারণা করা হচ্ছে, ছাঁটাই কর্মীর সংখ্যা ৩ হাজার ৭০০ জনের মতো।
উল্লেখ্য, বিগত কয়েক সপ্তাহ ধরেই জল্পনা শুরু হয়েছিল যে টুইটারে বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই হতে চলেছে। ইলন মাস্ক মালিকানা গ্রহণের পরই এই সিদ্ধান্ত নিয়েছেন। সংস্থার অর্ধেক সংখ্যক কর্মীকে কাজ থেকে বিতাড়িত করা হবে। শুধু কর্মী ছাঁটাই-ই নয়, গোটা কর্মপদ্ধতিও বদলে দেওয়া হবে। ‘ওয়ার্ক ফ্রম এনিহোয়্যার’-র নীতি বদলে সমস্ত কর্মীকেই অফিসে আসতে বলা হয়েছে। তবে কিছু কর্মীদের এই নিয়ম থেকে ছাড় দেওয়া হবে। এছাড়াও কাজের সময়, পদ্ধতিতেও আমূল পরিবর্তন আনা হবে।
আরও পড়ুন: রয়েছে প্রচুর সুবিধা! শর্ত মানলেই খোলা যাবে নাবালকদের নামে পিপিএফ