টুইটার অধিগ্রহণের পর, মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে বেশ কিছু পরিবর্তন করছেন নতুন বস ইলন মাস্ক। এখন মাস্ক সমস্ত কোড ওপেন সোর্স করতে যাচ্ছেন, যা ব্যবহারকারীদের কাছে টুইট করার সুপারিশ করে, যাতে প্রত্যেকে সহজেই অ্যালগরিদমের জটিল প্রক্রিয়া বুঝতে পারে।
টুইটারে মাস্ক লেখেন, ৩১ মার্চ থেকে, টুইটার সমস্ত কোড ওপেন সোর্স করবে, যার মাধ্যমে টুইটের সুপারিশ পাঠানো হয়। এর অ্যালগরিদমগুলি বেশ জটিল এবং ভিতরের বিষয়গুলি সম্পূর্ণ ভাবে বোঝা যায় না।
ফেব্রুয়ারির শুরুতে, মাস্ক টুইটারের অ্যালগরিদমকে ওপেন সোর্স বানানোর কথা বলেছিলেন। সে সময় টুইটার ব্যবহারকারী মাস্ককে ট্যাগ করে লিখেছিলেন, টুইটারের অ্যালগরিদম ওপেন সোর্স করার আপনার সিদ্ধান্তে আমরা খুবই মুগ্ধ।
২০২২ সালের অক্টোবরে বিলিওনেয়ার ইলন মাস্ক টুইটার অধিগ্রহণ করেছিলেন। এর পরে, তিনি কোম্পানিতে অনেক পরিবর্তন করেছেন, যার মধ্যে রয়েছে কর্মী ছাঁটাই এবং ব্লু টিক চালু করা, ইত্যাদি। নানা ধরনের পরিবর্তনের কারণে, প্রচুর সংখ্যক সংস্থা টুইটারে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দেয়। তবে মাস্কের দৌড়ঝাঁপের পর কিছু কোম্পানি আবারও টুইটারে বিজ্ঞাপন দিতে শুরু করেছে।
সম্প্রতি হিংসাত্মক বক্তব্যের বিরুদ্ধে নতুন নীতি ঘোষণা করেছে মাইক্রোব্লগিং সাইট। ২০১৮ সালে টুইটার তাদের সুরক্ষা নীতিটি আপডেট করে। তাতে বলা হয়, এমন কোনো মন্তব্য যা কোনো গোষ্ঠীর জন্য অমানবিক বা অফলাইনে ক্ষতির আশঙ্কা তৈরি করে, তবে সেসব মুছে দেওয়া হবে। প্ল্যাটফর্মটি গত কয়েক বছরে প্রায়ই নীতি সংশোধন করেছে। তবে ইলন মাস্কের মালিকানায় আসার পর এটিই সর্বশেষ টুইটার পলিসি আপডেট। টুইটার অবশ্য এসব পরিবর্তন সম্পর্কে কোনো যুক্তি দেয়নি।
আরও পড়ুন: আপনার ফোন কি ঝুঁকির মুখে? অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সতর্কতা গুগলের