আপনার ফোন কি ঝুঁকির মুখে? অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সতর্কতা গুগলের

google android

আজকাল প্রায় সকলের হাতেই অ্যান্ড্রয়েড ফোন (android phone)। তবে অ্যান্ড্রয়েড সিস্টেম বাগ (bug) এবং হ্যাকিংয়ের (hacking) হাত থেকে মুক্ত নয়। অ্যান্ড্রয়েড ফোনের নিরাপত্তা সম্পর্কিত ঝুঁকির প্রসঙ্গে সতর্ক করে দিল গুগল (Google)।

গুগলের নিরাপত্তা গবেষণাগুলি স্যামসাং-এর এক্সিনোস (Samsung Exynos) চিপগুলিতে ১৮টি বিভিন্ন ধরনের বাগ সম্পর্কে সতর্ক করেছে। যা অনেক শীর্ষস্থানীয় অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ব্যবহার করা হয়।

একটি ব্লগপোস্টে, গুগলের প্রোজেক্ট জিরো-এর প্রধান টিম উইলিস বলেছেন যে চারটি দুর্বলতা ‘ইন্টারনেট-টু-বেসব্যান্ড রিমোট কোড কার্যকর করার অনুমতি দেয়’। এই বাগগুলি অ্যান্ড্রয়েড সিস্টেমগুলির নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলেছে।

প্রোজেক্ট জিরো ল্যাব-এর পরিচালিত পরীক্ষা অনুসারে, একজন আক্রমণকারী এই চারটি বাগকে কাজে লাগিয়ে ব্যবহারকারীর অগোচরেই বেসব্যান্ড লেভেলে ফোনটিকে দূর থেকে হ্যাক করতে পারে। শুধুমাত্র নিরাপত্তার সঙ্গে আপস করার জন্য শিকারের ফোন নম্বর জানতে হয় সাইবার হ্যাকারকে।

গুগল সিকিউরিটি গবেষকরা বলেছেন যে দক্ষ হ্যাকাররা দ্রুত একটি ‘অপারেশনাল এক্সপ্লয়েট’ তৈরি করতে সক্ষম হবে, যাতে প্রভাবিত ডিভাইসগুলিকে নীরবে এবং দূর থেকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারে।

গুগলের প্রজেক্ট জিরো প্রধান টিম উইলিস বলেছেন, সাইবার হানা এড়াতে নিজের ডিভাইসে স্যামসাং-এর এক্সিনোস চিপসেট ব্যবহারকারীর ফোনে ওয়াই-ফাই কলিং এবং ভয়েস-ওভার-এলটিই (ভিওএলটিই) বন্ধ করতে হতে পারে। যাতে নিরাপত্তা আপডেটগুলি না আসা পর্যন্ত সাইবার আক্রমণ প্রতিরোধ করা যায়।

উইলিসের মতে, সেটিংস বন্ধ থাকলে ফোনে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা শূন্য। বাগটি বর্তমানে স্যামসাং (Samsung), গুগল পিক্সেল ৬ (Google-Pixel 6) এবং পিক্সেল ৭ (Pixel 7) সিরিজ, ভিভো (Vivo), এক্সিনোস (Exynos) চিপসেট ব্যবহার করা ডিভাইসগুলিকে প্রভাবিত করে। শুধু তাই নয়, বাগগুলি Exynos Auto T5123 চিপসেট ব্যবহার করা যানবাহনকেও প্রভাবিত করে। প্রভাবিত পিক্সেল ডিভাইসগুলি ইতিমধ্যেই আপডেট করা হয়েছে। অন্য ডিভাইসগুলিরও আপডেট জরুরি। এতে নিরাপত্তা অটুট থাকবে।

আরও পড়ুন: এ বার ‘অসংরক্ষিত’ ট্রেন টিকিট কাটতে নতুন অ্যাপ ভারতীয় রেলওয়ের

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.