রেল যাত্রীদের জন্য সুখবর! এ বার নিজের ফোনের মাধ্যমে অসংরক্ষিত ট্রেনের টিকিট কাটা যাবে।
দক্ষিণ রেলের তরফে জানানো হয়েছে, ইউটিএস (UTS) মোবাইল অ্যাপ নামে একটি নতুন অ্যাপ চালু করা হয়েছে। যেখানে সমস্ত ট্রেনের জন্য অসংরক্ষিত, প্ল্যাটফর্ম এবং সিজন টিকিট খুব সহজেই কেটে নিতে পারবেন যাত্রী।
সমস্ত ট্রেনের জন্য এই নতুন অ্যাপ তৈরি করেছে ভারতীয় রেলওয়ে। অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে। অ্যাপটি ডাউনলোড করার পরে, নিজের বিবরণ দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। অ্যাপে লগ-ইন করে আর-ওয়ালেট রিচার্জ করার পরই টিকিট বুক করা যাবে ঝঞ্ঝাটবিহীন ভাবে।
ইউটিএস অ্যাপে কী ভাবে আর-ওয়ালেট রিচার্জ করবেন:
ধাপ ১: UTS অ্যাপে আর-ওয়ালেট আইকনে যান
ধাপ ২: রিচার্জ ওয়ালেটে ক্লিক করুন
ধাপ ৩: আপনি কত টাকা রিচার্জ করতে চান সেটা লিখুন
ধাপ ৪: UPI, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ব্যবহার করে টাকা যোগ করুন
ধাপ ৫: প্রক্রিয়াটি সম্পূর্ণ করলেই আপনার আর-ওয়ালেটে টাকা যোগ হবে।
কী ভাবে ট্রেনের টিকিট বুক করবেন
ধাপ ১: পেপারলেস না কি পেপার, সেই অপশনটি সিলেক্ট করুন
ধাপ ২: “ডিপার্ট ফর্ম” স্টেশন এবং “গোয়িং টু” স্টেশন সিলেক্ট করুন
ধাপ ৩: “নেক্সট”-এ ক্লিক করুন এবং তারপরে “গেট ফেয়ার”-এ ক্লিক করুন
ধাপ ৪: “বুক টিকিট “-এ ক্লিক করুন। আর-ওয়ালেট/ইউপিআই/নেট ব্যাঙ্কিং/কার্ডের মতো বিভিন্ন বিকল্প ব্যবহার করে ভাড়া মেটান
ধাপ ৫: UTS অ্যাপে “শো টিকিট” বিকল্পে ক্লিক করলে টিকিট দেখা যাবে। কাগজের টিকিটের ক্ষেত্রে, ইউটিএস অ্যাপে একটি বিজ্ঞপ্তিতে প্রাপ্ত বুকিং আইডির সাহায্যে সেগুলি সাধারণ বুকিং কাউন্টারে প্রিন্ট করা যেতে পারে।