ভারত গৌরব ট্রেনে ৫ রাজ্যে ভ্রমণের সুযোগ, ভাড়া মেটাতে EMI সুবিধা

bharat gaurav

ভ্রমণপিপাসু যাত্রীদের জন্য একটি দুর্দান্ত ট্যুর প্যাকেজ চালু করেছে ভারতীয় রেলওয়ে। ভারত গৌরব ডিলাক্স ট্যুরিস্ট ট্রেনে উত্তর-পূর্ব রাজ্যগুলি দেখার সুযোগ মিলছে এই প্যাকেজে। ২১ মার্চ দিল্লির সফদরজং রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করবে এই ট্রেনটি।

কোন কোন রাজ্য সফর করবে

রেল মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, এই ট্রেনটি উত্তর-পূর্বের সার্কেল কভার করবে। এর আওতায় অসম, অরুণাচলপ্রদেশ, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং মেঘালয়ের মতো রাজ্যগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ট্রিপটি মোট ১৫ দিনের জন্য হবে এবং বিখ্যাত ও জনপ্রিয় গন্তব্যগুলি ঘুরে দেখা যাবে এই ট্রেনে সফর করে।

কোথায় কোথায় যাবে

উত্তর-পূর্বের এই ভ্রমণের নাম দেওয়া হয়েছে ‘নর্থ ইস্ট ডিসকভারি: বিয়ন্ড গুয়াহাটি’। ট্রেনটি ২১ মার্চ দিল্লির সফদারজং রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করবে এবং অসমের গুয়াহাটি, শিবসাগর, জোড়হাট এবং কাজিরাঙ্গা, ত্রিপুরার উনাকোটি, আগরতলা এবং উদয়পুর, নাগাল্যান্ডের ডিমাপুর এবং কোহিমা, শিলং এবং চেরিপুঞ্জি কভার করবে।

কোথা থেকে ওঠা-নামা করা যাবে

যাত্রীরা দিল্লি, গাজিয়াবাদ, আলিগড়, টুন্ডলা, ইটাওয়া, কানপুর, লখনউ এবং বারাণসী থেকে এই ট্রেনে ওঠা-নামা (বোর্ডিং এবং ডি-বোর্ডিং) করতে পারবেন।

ট্রেনের ভাড়া কত

ডিলাক্স এসি ট্রেনে ১৫৬ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। ১৪ রাত ১৫ দিনের এই যাত্রায় যাত্রীদের খাবার থেকে শুরু করে সকালের জলখাবার, মিনি লাইব্রেরি, সিকিউরিটি গার্ড, ক্যাব, গাইড, হোটেল-সহ অন্যান্য সুবিধা দেওয়া হবে। এই ট্রেনের টিকিট জনপ্রতি ১ লক্ষ ৬ হাজার ৯৯০ টাকা থেকে শুরু। ফার্স্ট ক্লাস এসির টিকিটের জন্য জনপ্রতি ১ লক্ষ ৩১ হাজার ৯৯০ টাকা এবং এসি ১ কুপের জন্য জনপ্রতি ভাড়া ১ লক্ষ ৪৯ হাজার ২৯০ টাকা।

ইএমআই-এ ভাড়া

মধ্যবিত্ত পরিবারের কথা মাথায় রেখে রেলওয়ে এই ট্যুর প্যাকেজের অধীনে মাসিক কিস্তি বা ইএমআই-এর সুবিধা দিচেছে। আপনি এই ট্রেনে ভ্রমণের পাশাপাশি ইএমআই-এর বিকল্প বেছে নিতে পারেন। এর জন্য, পেটিএম (PayTm) এবং রেজরপে (Razorpay) পেমেন্ট গেটওয়ের সঙ্গে চুক্তি করেছে আইআরসিটিসি (IRCTC)।

আরও পড়ুন: গরমে এসি-র খরচ বাঁচাতে চাইলে এইসব পদ্ধতি মেনে চলুন

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.