ক্রমশ বেড়েই চলেছে তাপমাত্রা। দিন-রাতের তাপমাত্রার ফারাক থাকলেও বেলা গড়ানোর সঙ্গেই বাড়ছে পারদ। এমন পরিস্থিতিতে বাড়বে এয়ার কন্ডিশনারের ব্যবহার। ব্যয়বহুল হলেও এসির ব্যবহার দিনে দিনে ঊর্ধ্বমুখী। তবে এমন কিছু পদ্ধতি রয়েছে, যাতে এসির বিদ্যুতের বিল কিছুটা হলেও লাঘব হতে পারে।
এসির মডেল
এয়ার কন্ডিশনারের জন্য যে পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হয় তা নির্ভর করে এয়ার কন্ডিশনারের মডেলের উপরে। এয়ার কন্ডিশনারের মডেল অনুযায়ী ইলেকট্রিক খরচ হয় এবং সেই অনুযায়ী ইলেকট্রিক বিল আসে। নিজের প্রয়োজন মতো এসি কিনতে গিয়ে ক্যাপাসিটির বিষয়টি মাথায় রাখা দরকার।
সঠিক ভাবে ইনস্টল
যদি আপনার এয়ার কন্ডিশনার সঠিকভাবে ইনস্টল করা না থাকে তবে এটি অনেক সমস্যার সৃষ্টি করতে পারে। সেগুলির মধ্যে একটি হল উচ্চ শক্তির ব্যবহার, যাতে আপনার বিদ্যুতের বিল বেড়ে যেতে পারে।
ফিল্টার পরিষ্কার
এয়ার কন্ডিশনারে ফিল্টার সবসময় পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখতে হবে। সপ্তাহে দু’বার করে এটা করা দরকার। এর ফলে মেশিন থেকে আরও বেশি ঠান্ডা হওয়া বের হবে।
নিয়মিত সার্ভিসিং
এসি আরও ভালোভাবে কাজ করার জন্য, প্রতি মরশুমে সার্ভিসিং করাতে হবে। আপনার এসি যত বেশি বিদ্যুৎ সাশ্রয়ী হবে, তত কম বিদ্যুৎ ব্যবহার করবে।
সূর্যের আলো
আপনি যদি আপনার এসি রুমে সরাসরি সূর্যের আলো এড়ান তবে এটি দীর্ঘ সময়ের জন্য ঠান্ডা থাকবে। এতে বিদ্যুৎ খরচও কমবে। অর্থাৎ, জানালার পরদার দিকে নজর দেওয়া উচিত।
আরও পড়ুন: ফাসট্যাগের সঙ্গে শীঘ্রই জুড়বে গাড়ির বিমা?