এ বার ‘অসংরক্ষিত’ ট্রেন টিকিট কাটতে নতুন অ্যাপ ভারতীয় রেলওয়ের
রেল যাত্রীদের জন্য সুখবর! এ বার নিজের ফোনের মাধ্যমে অসংরক্ষিত ট্রেনের টিকিট কাটা যাবে।
দক্ষিণ রেলের তরফে জানানো হয়েছে, ইউটিএস (UTS) মোবাইল অ্যাপ নামে একটি নতুন অ্যাপ চালু করা হয়েছে। যেখানে সমস্ত ট্রেনের জন্য অসংরক্ষিত, প্ল্যাটফর্ম এবং সিজন টিকিট খুব সহজেই কেটে নিতে পারবেন যাত্রী।
https://twitter.com/GMSRailway/status/1635913848179003394
সমস্ত ট্রেনের জন্য এই নতুন অ্যাপ তৈরি করেছে ভারতীয় রেলওয়ে। অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে। অ্যাপটি ডাউনলোড করার পরে, নিজের বিবরণ দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। অ্যাপে লগ-ইন করে আর-ওয়ালেট রিচার্জ করার পরই টিকিট বুক করা যাবে ঝঞ্ঝাটবিহীন ভাবে।
ইউটিএস অ্যাপে কী ভাবে আর-ওয়ালেট রিচার্জ করবেন:
ধাপ ১: UTS অ্যাপে আর-ওয়ালেট আইকনে যান
ধাপ ২: রিচার্জ ওয়ালেটে ক্লিক করুন
ধাপ ৩: আপনি কত টাকা রিচার্জ করতে চান সেটা লিখুন
ধাপ ৪:...