বিবি ডেস্ক: শুধু দিল্লিতেই রয়েছে তাঁর চারটি পেন্টহাউস! এ ছাড়াও নিউইয়র্কে পেন্টহাউস, ফ্ল্যাট রয়েছে। টেক্সাসেও বাড়ি রয়েছে তাঁর। এ হেন কোটি কোটি টাকার মালিক পরাগ আগরওয়াল (Parag Agarwal) টুইটার (Twitter) থেকে বরখাস্ত হয়ে নিজের সম্পত্তি বাড়িয়ে নিলেন আরও কয়েকশো কোটি!
নেপথ্য কাহিনি
আর ক’দিন বাদেই টুইটারের(Twitter) সিইও হিসাবে এক বছর পূর্ণ হত ভারতের পরাগ আগরওয়ালের (Parag Agarwal)। কিন্তু তার আগেই তাঁকে ছাঁটাই করে দেওয়া হল। বৃহস্পতিবার টুইটার (Twitter) অধিগ্রহণ করেছেন টেসলাকর্তা (Tesla) তথা বিশ্বের অন্যতম ধনকুবের ইলন মাস্ক (Elon Musk)। ‘মাইক্রো ব্লগিং সাইট’-এর মালিকানা হাতে পাওয়ার পরই পরাগকে সিইও পদ থেকে ছেঁটে ফেলেছেন ইলন।
চলতি বছরের এপ্রিল মাসে টুইটার কেনার ইচ্ছাপ্রকাশ করেছিলেন মাস্ক (Elon Musk)। তার পর থেকেই জল্পনা চলছিল, মাস্কের হাতে টুইটারের (Twitter) মালিকানা এলে, অনেককেই তিনি ছাঁটাই করতে পারেন। এমনকি, টুইটারের পরিচালনায় যাঁরা রয়েছেন, তাঁদের নিয়ে মাস্কের অসন্তোষের কথাও জানা গিয়েছিল। এই আবহে পরাগকে বরখাস্ত করার চর্চা তখন থেকেই চলছিল।
কত টাকা পেলেন পরাগ
টুইটারের সঙ্গে দীর্ঘ যাত্রাপথের শরিক পরাগকে রাতারাতি সরিয়ে দেওয়া হয়েছে। তবে এর জন্য অনেক টাকা দিতে হবে মাস্ককে। গবেষণা সংস্থা ‘ইক্যুইলার’ জানিয়েছে, মালিকানা বদলের ১২ মাসের মধ্যে যদি পরাগকে (Parag Agarwal) বরখাস্ত করা হয়, তা হলে প্রায় ৪ কোটি ২০ লক্ষ ডলার দিতে হবে তাঁকে। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ৩৪৫ কোটি টাকারও বেশি। সংবাদ সংস্থা সূত্রে খবর, টুইটার থেকে বিচ্ছেদের আগে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ১২০০ কোটি টাকা। অর্থাৎ টুইটারের (Twitter) সঙ্গের সম্পর্ক ছিন্ন হওয়ার পর তাঁর সম্পত্তির পরিমাণ বেড়ে হচ্ছে দেড় হাজার কোটি টাকারও বেশি! বাড়ির পাশাপাশি গাড়ির সংখ্যাও নেহাত কম নয়। মার্সিডিজ বেঞ্জ, ল্যান্ড রোভার, রেঞ্জ রোভারের মতো বিলাসবহুল গাড়ি রয়েছে পরাগের।
প্রত্যাশিত এক অনাকাঙ্ক্ষিত বিচ্ছেদ
তবে এত সম্পত্তি থাকলেও টুইটারের (Twitter) সিইও পদ থেকে যে ভাবে রাতারাতি পরাগকে বরখাস্ত করলেন ইলন (Elon Musk), তা অনেকেই মেনে নিতে পারেননি। যদিও টুইটার থেকে বিদায়ের পর মোটা অঙ্কের টাকা পাবেন পরাগ। কিন্তু যিনি সাফল্যের সিঁড়ি বেয়ে টুইটারের মতো সংস্থার শীর্ষপদে যে ভাবে আসীন হয়েছিলেন, তাঁর বিদায়বেলা যে এতটা নিষ্ঠুর হবে, তা বোধহয় অনেকেই ভাবেননি।
আরও পড়ুন: টুইটারের নতুন মালিক ইলন মাস্ক, ছাঁটাই সিইও পরাগ!