বিদেশি মুদ্রার ভাণ্ডারে রেকর্ড পতন, আরও নামার আশঙ্কা

বিবি ডেস্ক: মার্কিন ডলারের (US Dollar) তুলনায় টাকার দামে লাগাতার পতন। পাল্লা দিয়ে বাড়ছে মুদ্রাস্ফীতি (Inflation)। সেই আবহে আরও উদ্বেগের খবর সামনে এল। আরও কমে গেল দেশের সঞ্চিত বিদেশি মুদ্রার (India’s Forex Reserves) পরিমাণ।

বিভিন্ন মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে, ভারতের সঞ্চিত বিদেশি মুদ্রার পরিমাণ রেকর্ড হ্রাস পেয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)-এর প্রকাশিত পরিসংখ্যান বলছে, সঞ্চিত বিদেশি মুদ্রার (পরিমাণ একধাক্কায় প্রায় ৩৮৫ কোটি ডলার কমে গিয়েছে।

কত থেকে কত হল সঞ্চিত বিদেশি মুদ্রা

২১ অক্টোবরের নিরিখে সঞ্চিত বিদেশি মুদ্রার পরিমাণের তথ্য সামনে এনেছে আরবিআই। এই মুহূর্তে ভারতের সঞ্চিত বিদেশি মুদ্রার ভাঁড়ারে ৫২৪৫২ কোটি ডলার সঞ্চিত রয়েছে, ২০২০-র জুলাই মাসের পর যা সর্বনিম্ন। এর আগে সঞ্চিত বিদেশি মুদ্রার ভাঁড়ারে ৫২৮৩৭ কোটি ডলার ছিল। তার আগের সপ্তাহেই সঞ্চিত বিদেশি মুদ্রা ৪৫০ কোটি ডলার কমে যায়।

এর আগে, ২০২১-এর অক্টোবরে ভারতের সঞ্চিত বিদেশি মুদ্রার পরিমাণ ছিল ৬৪৫০৭৫ কোটি ডলার, এ যাবৎকালীন যা ছিল সর্বোচ্চ। টাকার দামের পতন রুখতে রিজার্ভ ব্যাঙ্ক বিদেশি মুদ্রাকে ঢাল করার পর থেকেই সঞ্চয় কমছে বলে মত বিশেষজ্ঞদের।

ক্রমশ নিম্নমুখী ডলারের তুলনায় টাকার দাম

ডলারের বিপরীতে ক্রমেই নামছে টাকার দাম। বর্তমানে টাকার দাম রয়েছে ১ ডলারের বিপরীতে ৮২.২৯ টাকা। এর আগে, টাকার দর নামতে নামতে ডলার প্রতি ৮৩.২৯-এ গিয়ে ঠেকেছিল। তাতে বাজার ধরে রাখতে পদক্ষেপ করতে হয় রিজার্ভ ব্যাঙ্ককে।

তবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সম্প্রতি জানিয়েছেন, “টাকা দুর্বল হয়নি, শক্তিশালী হয়েছে ডলার। আমার চোখে ডলার একটানা শক্তিশালী হচ্ছে। শক্তিশালী ডলারের বিরুদ্ধে বিশ্বে সমস্ত মুদ্রাকে লড়াই করতে হচ্ছে।”

টাকার দরপতন অব্যাহত থাকলে কী হবে

বিশেষজ্ঞদের মতে, চলতি হিসাবের ঘাটতি (Current Account Deficit) ৪ শতাংশ হলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৫১০০০ কোটি ডলারে নেমে আসতে পারে। অর্থনীতিবিদদের মতে, এ ভাবে ডলারের বিপরীতে টাকার দরপতন অব্যাহত থাকলে আমদানি ব্যয়বহুল হতে পারে। চলতি অর্থবছরের ২০২২-২৩ সালের প্রথম ত্রৈমাসিকে, এপ্রিল থেকে জুন পর্যন্ত, চলতি হিসাবের ঘাটতি বেড়ে ১২৯০ কোটি ডলার হয়েছে, যা জিডিপির ২.৮ শতাংশ।

তবে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, বাজারে অস্থিরতা থাকলেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ভালো অবস্থানে রয়েছে। তিনি বলেন, বাজার পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আরবিআই ধারাবাহিক ভাবে হস্তক্ষেপ করে চলেছে।

আরও পড়ুন: বন্ধন ব্যাঙ্কের মোট ব্যবসা বেড়েছে ১৯.৫ শতাংশ

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.