মুম্বই: ফের কমল ভারতের বিদেশি মুদ্রা ভাণ্ডার (foreign exchange reserves)। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)-এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ভারতের বৈদেশিক মুদ্রাভাণ্ডার দ্বিতীয় সপ্তাহে কমেছে। ২৬ মে শেষ হওয়া সপ্তাহে, দেশের বৈদেশিক মুদ্রাভাণ্ডার ৪৩৩.৯ কোটি ডলার কমেছে।
কত থেকে কত হল
শুক্রবার আরবিআই জানায়, ২৬ মে শেষ হওয়া সপ্তাহে দেশের বিদেশি মুদ্রা ভাণ্ডার থিতু হয়েছে ৫৮৯১৩.৮ কোটি ডলারে। এর আগের সপ্তাহে ভারতের বিদেশি মুদ্রা ভাণ্ডার ৬০৫.২ কোটি ডলার কমেছিল।
পতন এফসিএ-তে
বিদেশি মুদ্রাভাণ্ডারের অন্যতম একটি বিভাগ হল বৈদেশিক মুদ্রা সম্পদ (FCA)। যা হ্রাস পেয়েছে উল্লেখযোগ্য ভাবে। গত ২৬ মে শেষ হওয়া সপ্তাহে যা ৪০১.৪ কোটি ডলার কমে হয়েছে ৫২০৯৩.১ কোটি ডলার। এর আগের সপ্তাহে এই বিভাগে ৪৬৫.৪ কোটি ডলারের পতন দেখা গিয়েছিল।
কমেছে সোনার মদুদ
পাশাপাশি, ২৬ মে শেষ হওয়া সপ্তাহে, সাপ্তাহিক ভিত্তিতে সোনার মজুদ ২২.৫ কোটি ডলার কমে ৪৪৯০.২ কোটি ডলার হয়েছে। এছাড়াও, এসডিআর ৮.৪ কোটি ডলার কমে ১৮১৯.২ কোটি হয়েছে। আইএমএফের রিজার্ভ অবস্থান ১.৭ কোটি ডলার কমে ৫১১.৩ কোটি হয়েছে।
উল্লেখ্য, ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০২১ সালের অক্টোবরে সর্বকালের সর্বোচ্চ ৬৪৫০০ কোটি ছিল। এদিকে, গত ৩১ মার্চ পর্যন্ত ভারতের বৈদেশিক মুদ্রা ভাণ্ডার ছিল ৫৭৮৪০ কোটি ডলার।
আরও পড়ুন: জুন মাসে ৯ দিন বন্ধ স্টক মার্কেট, কেনাবেচার সিদ্ধান্ত নেওয়ার আগে জেনে নিন