বৃহস্পতিবার সবুজে থিতু হল ভারতীয় শেয়ার বাজারের দুই মূল সুচক সেনসেক্স এবং নিফটি। এই নিয়ে টানা চারটি কেনাবেচার দিনে উপরে উঠে বন্ধ হল দুই সূচক। এ দিন সেনসেক্স বেড়েছে ৩৪৯ পয়েন্ট, অন্য দিকে নিফটি বন্ধ হল ১৭,৯০০-র উপরে।
বৃহস্পতিবার কেনাবেচার শুরু থেকেই ক্ষীণ অস্থিরতা ধরা পড়ল বিনিয়োগকারীদের মনোভাবে। যদিও দিনের শেষে কিছুটা আশ্বস্ত করল শেয়ারবাজার। ৩৪৯ পয়েন্ট উপরে উঠে সেনসেক্স বন্ধ হল ৬০,৬৪৯-এ। ১০১ পয়েন্ট বেড়ে নিফটি ফিফটি বন্ধ হল ১৭,৯১৫-য়।
৩০ শেয়ারের সেনসেক্স প্ল্যাটফর্মে, বাজাজের জোড়া শেয়ার সবচেয়ে বেশি লাভের মুখ দেখল। তারপরেই রইল এয়ারটেল, ইনফোসিস, কোটাক ব্যাঙ্ক, এল অ্যান্ড টি, আইটিসি এবং অন্যান্য। অন্য দিকে, লোকসানে ভুগল হিন্দুস্তান ইউনিলিভার, পাওয়ারগ্রিড, অ্যাক্সিস ব্যাঙ্ক, টিসিএস, এসবিআই, এশিয়ান পেন্টস ইত্যাদি।
সেক্টরগুলির মধ্যে সবচেয়ে লাভবান নিফটি রিয়েলটি। ১.৫ শতাংশ বৃদ্ধি ঘটেছে এই সূচকে। এ ছাড়াও নিফটি আইটি এবং নিফটি অটো বেড়েছে যথাক্রমে ১ শতাংশ এবং ০.৮ শতাংশ।
বলে রাখা ভালো, আগের দিন সেনসেক্স ১৭০ পয়েন্ট বেড়ে বন্ধ হয়েছিল ৬০,৩০১-এ। পাশাপাশি ৪৪ পয়েন্ট বেড়ে বন্ধ হয় ১৭,৮১৪-য়। শুধু তাই নয়, চলতি সপ্তাহের চারটি কেনাবেচার দিনেই তুলনামূলক শক্তিশালী অবস্থানে রয়েছে ভারতীয় শেয়ারবাজারের সূচকগুলি।
আরও পড়ুন: প্রতি ১০ বছরে আধার কার্ডের ফোটো আপডেট করা দরকার, কী ভাবে করবেন