শেষ কয়েকটি ত্রৈমাসিকে রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে ক্রমাগত রেপোরেট বৃদ্ধি করা হয়েছে ৷ এর ফলে সুদের হার বেড়েছে স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটে (FD)। এই সঞ্চয় প্রকল্প হল এমন একটি মাধ্যমে যাতে বিনিয়োগ করে যেমন, নিশ্চিত রিটার্নের প্রত্যাশা করতে পারেন, তেমনই রয়েছে এর উপর ঋণ নেওয়ার সুবিধাও। ব্যাঙ্ক অথবা ব্যাঙ্ক নয় এমন আর্থিক প্রতিষ্ঠানে এফডি-তে সুদের হার আলাদ হতে পারে। কোথায় সুদের হার তুলনামূলক ভাবে বেশি, তা জানতে এই প্রতিবেদনে চোখ বুলিয়ে নিতে পারেন।
এমন কিছু ছোট আর্থিক ব্যাঙ্ক রয়েছে যেগুলি যে কোনো বড় সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কের তুলনায় এফডি-তে বেশি হারে সুদ দিয়ে থাকে। এই ছোট আর্থিক ব্যাঙ্কগুলিও ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়। তবে কোনো বিনিয়োগ করার আগে তার সম্পূর্ণ তথ্য প্রয়োজন। যেকোন ছোট ফাইন্যান্স ব্যাঙ্কে এফডি-র জন্য বিনিয়োগ করার আগে, ব্যাঙ্কটি ৫ লক্ষ টাকার ডিপোজিট ইন্স্যুরেন্স এবং ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন বিমার অধীনে আসে কি না, তা জেনে নেওয়া প্রয়োজন।
ইউনিটি এসবিএস সাধারণ গ্রাহকদের জন্য ৭ দিন থেকে ১০ বছর মেয়াদের এফডি-তে ৪.৫০ শতাংশ থেকে ৯ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে।
প্রবীণ নাগরিকদের জন্য, ব্যাঙ্ক ৭ দিন থেকে ১০ বছর মেয়াদের এফডি-তে ৪.৫০ শতাংশ থেকে ৯.৫০ শতাংশ সুদ দিচ্ছে। ১০০১ দিনের ম্যাচিউরিটির এফডি-তে প্রবীণ নাগরিকেরা ৯.৫০ শতাংশ হারে সুদ পাচ্ছেন এই ব্যাঙ্কে।
প্রসঙ্গত, মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ইউনিটি স্মল ফিনান্স ব্যাঙ্ক বিনিয়োগের জন্য নিরাপদ। এই ব্যাঙ্ককে একটি নির্ধারিত ব্যাঙ্ক হিসাবে স্বীকৃতি দিয়েছে আরবিআই। এর ফলে আমানতকারীদের ডিপোজিটর ইন্স্যুরেন্স এবং ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন (DICGC) দ্বারা প্রদত্ত আমানত বিমার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হয় ইউনিটি এসবিএস।
আরও পড়ুন: আপনি যদি গৃহঋণ নিয়ে থাকেন তা হলে ভুল করেও এই কাজটি করবেন না
Discover more from banglabiz
Subscribe to get the latest posts sent to your email.