গত দুই বছর ধরে ফিক্সড ডিপোজিটে (FD) সুদের হার বাড়িয়েছে বিভিন্ন ব্যাঙ্ক। কিছু ব্যাঙ্ক বিশেষ এফডি-তে এখন ৯ শতাংশেরও বেশি হারে সুদ দিচ্ছে। চলুন দেখে নেওয়া যাক, যে সব ব্যাঙ্ক এক বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে এখন ৭ শতাংশের বেশি হারে সুদ দিচ্ছে।
বন্ধন ব্যাঙ্ক— ৭.২৫ শতাংশ
ডিসিবি ব্যাঙ্ক— ৭.১৫ শতাংশ
ইন্ডাসইন্ড ব্যাঙ্ক— ৭.৫ শতাংশ
জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাঙ্ক— ৭.১ শতাংশ
কারুর বৈশ্য ব্যাঙ্ক— ৭ শতাংশ
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক— ৭.১ শতাংশ
আরবিএল ব্য়াঙ্ক— ৭ শতাংশ
এসবিএম ব্যাঙ্ক— ৭.০৫ শতাংশ
তামিলনাড়ু মার্কেন্টাইল ব্যাঙ্ক— ৭ শতাংশ
ডয়েচ ব্যাঙ্ক— ৭ শতাংশ
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক— ৭.১৫ শতাংশ
ক্য়াপিটাল স্মল ফিনান্স ব্যাঙ্ক— ৭.৫ শতাংশ
ইকুইটাস স্মল ফিনান্স ব্যাঙ্ক— ৮.২ শতাংশ
ফিনকেয়ার স্মল ফিনান্স ব্যাঙ্ক— ৭.৬৫ শতাংশ
জনা স্মল ফিনান্স ব্যাঙ্ক— ৮ শতাংশ
উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক— ৮.২৫ শতাংশ
ইউনিটি স্মল ফিনান্স ব্যাঙ্ক— ৭.৩৫ শতাংশ
উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্ক— ৮ শতাংশ
*উপরের সুদের হার ৮ নভেম্বর, ২০২৩-এর তথ্য অনুযায়ী
আরও পড়ুন: রিজার্ভ ব্যাঙ্কের কঠোর নিয়ম, ব্যক্তিগত ঋণ নেওয়া আগের মতো সহজ রইল না