নিয়মিত আধার কার্ডের তথ্য আপডেট করার পরামর্শ দিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (UIDAI)। বিশেষ করে ৫ বছর বা ১৫ বছর বয়সের আগে আধার নথিভুক্তি হলে ছবির মতো বায়োমেট্রিক বিবরণ আপডেট করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
প্রাথমিক তালিকাভুক্তির সময় কোনো শিশুর বয়স যদি ৫ বছরের কম হয়, তা হলে ৫ বছর অতিক্রমের পর তাদের সমস্ত বায়োমেট্রিক তথ্য আপডেট করা উচিত। এর পর আবার ১৫ বছর বয়সের পর একই প্রক্রিয়া অবলম্বন করতে বলেছে ইউআইডিএআই।
আপনি যদি কয়েক বছর আগে আধার কার্ডের জন্য তোলা নিজের ছবিটি পরিবর্তন করতে চান, তা হলে প্রক্রিয়াটি এখানে দেখে নিতে পারেন ধাপে ধাপে। মনে রাখবেন, নাম, জন্মতারিখ, ছবি-সহ আর বেশ কিছু তথ্য আপডেট করার জন্য কোনো আধার সেন্টারে যেতে হয়।
১. প্রথমে চলে যান ইউআইডিএআই-এর ওয়েবসাইট uidai.gov.in/-এ। এখানে তালিকাভুক্তি, সংশোধন অথবা আপডেট ফর্ম ডাউনলোড করুন।
২. সাবধানে এবং নির্ভুল ভাবে ফর্মটি পূরণ করুন।
৩. কাছের কোনো আধার এনরোলমেন্ট সেন্টার বা আধার সেবা কেন্দ্রে যান।
৪. সেখানে পূরণ করা ফর্মটি জমা করুন।
৫. সেন্টারে আপনার বর্তমান ছবি তোলা হবে।
৬. আধার আপ়ডেটের জন্য আপনার বায়োমেট্রিক্স দিতে হবে।
৭. জিএসটি-সহ ১০০ টাকা ফি দিতে হবে।
৮. প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়ার পরে আপনি একটি আপডেট রিকোয়েস্ট নম্বর (ইউআরএন) পাবেন।
৯. ওই নম্বর দিয়ে আপডেটের স্ট্যাটাস দেখে নিতে পারবেন।
১০. আপডেট হয়ে গেলে বিকল্প হিসেবে eaadhaar.uidai.gov.in/-এর My Aadhaar বিভাগে গিয়ে আপনার ই-আধার ডাউনলোড করে নিতে পারবেন।
আরও পড়ুন: আরও বেশি ইপিএস পেনশন চাইছেন? জানুন পদ্ধতি
Discover more from banglabiz
Subscribe to get the latest posts sent to your email.