আপনি যদি গত ১০ বছর ধরে নিজের আধার কার্ডের তথ্য আপডেট না করে থাকেন তবে ১৪ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে এই কাজটি করে নিতে পারেন। এমনটাই জানিয়ে দিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)।
এমনিতে এ ধরনের আপডেট করার জন্য ইউআইডিএআই গ্রাহকের কাছ থেকে ৫০ টাকা ফি নেয়, যা আপাতত বিনামূল্যে। আধার কার্ডে নাম, ঠিকানা, জন্মতারিখ, লিঙ্গ, মোবাইল নম্বর, ই-মেল আইডির মতো কোনও পরিবর্তন আপডেট করতে চাইলে এ বার ১৪ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে করতে পারবেন। আধার সম্পর্কিত জালিয়াতি রোধ করতে সর্বশেষ তথ্য-সহ আধার আপডেট করার জন্য অনুরোধ জানানো হয়েছে। ইউআইডিএআই ওয়েবসাইট অনুসারে, “নির্ভুল ডেমোগ্রাফিক তথ্যের জন্য অনুগ্রহ করে আপনার আধার আপডেট করে নিন।”
কী ভাবে অনলাইনে আধার কার্ড আপডেট করবেন?
প্রথমে https://myaadhaar.uidai.gov.in/ এ যেতে হবে। সেখানে নিজের আধার নম্বর দিয়ে লগ-ইন করতে হবে।
এর পরে আপনাকে ‘ডকুমেন্ট আপডেট’ অপশনটি সিলেক্ট করতে হবে। এখানে আপনার আধার বিবরণ দেখাবে।
এখানে নিজের নথি যাচাই করুন এবং হাইপার-লিংকে ক্লিক করুন।
এর পরে, ড্রপডাউন তালিকা থেকে পরিচয়ের প্রমাণ এবং ঠিকানার প্রমাণের নথি সিলেক্ট করুন।
এখানে নিজের সর্বশেষ নথি আপলোড করতে হবে।
নথিগুলি আপলোড করার পরে, এটি ইউআইডিএআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে আপডেটেড আধার পাওয়া যাবে।
আরও পড়ুন: এসআইপি বিনিয়োগে কী ভাবে দ্রুত নিজের লক্ষ্যে পৌঁছাবেন? মাথায় রাখুন ৩টি বিষয়