আধার নম্বর গোপন থাকবে, এই ভাবে তৈরি করুন আধার পেপারলেস অফলাইন ই-কেওয়াইসি

আধারের পেপারলেস অফলাইন ই-কেওয়াইসি সম্পর্কে জানেন কি? আধার কার্ডের জেরক্স কপি না দিয়ে এই পদ্ধতিতেও কাজ সেরে নেওয়া যায়। এক্ষেত্রে শুধুমাত্র জিপ ফর্ম্যাটে কেওয়াইসি এক্সএমএল ফাইলটি ডাউনলোড করতে হবে। যেখানে আধার ভেরিফাই করার দরকার রয়েছে, সেখানে এই ফাইলটি দিলেই আর কোনো জেরক্স কপি দেওয়ার দরকার পড়ে না। উল্লেখযোগ্য ভাবে, এতে আপনার আধার নম্বরটিও দেখা যাবে না। কারণ, এ ধরনের ফাইল শুধুমাত্র মেশিনই পড়তে পারে।

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) ওয়েবসাইট অনুসারে, “কেওয়াইসি বিবকণগুলি এক্সএমএল ফাইলে থাকায়, সেগুলি শুধুমাত্র মেশিন পড়তে পারে। এতে থাকে ইউআইডিএআই-এর ডিজিটাল স্বাক্ষর। ফলে কোনো জায়গায় আপনার আধারের সত্যতা যাচাই করতে এবং কোনো কারচুপি ধরতে সহায়ক”।

অফলাইন যাচাইয়ের জন্য কী ভাবে আধার পেপারলেস ই-কেওয়াইসি নথি তৈরি করবেন

একটি .zip ফাইলে সংরক্ষিত XML ফর্ম্যাটে আধার পেপারলেস ই-কেওয়াইসি ফাইলটি myAadhaar পোর্টাল থেকে ডাউনলোড করে নিতে পারে। এখানে রইল ধাপে ধাপে নির্দেশিকা:

১) প্রথমে https://myaadhaar.uidai.gov.in/offline-ekyc-তে যেতে হবে

২) এখানে ‘লগইন’-এ ক্লিক করুন এবং আপনার আধার নম্বর বা ভিআইডি নম্বর দিন। ক্যাপচা কোড টাইপ করুন। তারপর ‘Send OTP’ বোতামে ক্লিক করুন। উপযুক্ত বক্সে আপনার আধার রেজিস্টার্ড মোবাইল নম্বরে পাওয়া ওটিপি টাইপ করুন৷ এই ওটিপি UIDAI-এর m-Aadhaar মোবাইল অ্যাপ্লিকেশনেও পাওয়া যাবে

৩) এর পর আপনার আধার ড্যাশবোর্ড খুলবে এবং এখানে একাধিক অপশন দেখা যাবে। ‘অফলাইন ই-কেওয়াইসি’ বোতামে ক্লিক করুন

৪) আধার পেপারলেস ই-কেওয়াইসি ফাইলের জন্য একটি শেয়ার কোড লিখুন। ফাইলটি খোলার জন্য এই কোডটি দিতে হবে এবং এটি আপনার পছন্দের যেকোনো চার-সংখ্যার কোড হতে পারে। শেয়ার কোডটি টাইপ হয়ে গেলে, ‘Download’-এ ক্লিক করুন

ডাউনলোড করা জিপ ফাইলটি কেওয়াইসি যাচাইকারী সংস্থাকে দিতে পারেন। এই ফাইলটি শেয়ার করলেই অফলাইন পেপারলেস আধারের মাধ্যমে কেওয়াইসি যাচাই সম্ভব হয়ে যাবে।

আরও পড়ুন: ৩১ ডিসেম্বরের মধ্যে টাকাপয়সা সম্পর্কিত এই ৫টি কাজ সারতেই হবে! জেনে রাখা ভালো

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.