শীঘ্রই অনলাইনে সস্তায় সম্পত্তি কেনার সুযোগ পাবেন ক্রেতারা। জানা গিয়েছে, ৫ লক্ষ বাড়ি নিলাম করতে চলেছে ব্যাঙ্কগুলি।
সম্পত্তি কেনার সময় সম্পত্তির নিরাপত্তা নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন থাকে। সেই সব প্রশ্নের উত্তর খুঁজতে এবং অন্যান্য জটিলতা কাটাতে চলে যায় অনেকটা সময়। পাশাপাশি সম্পত্তি বৈধ না অবৈধ, তাও খতিয়ে দেখতে হবে। কিন্তু, অন্যান্য জিনিসের মতো যদি মোবাইল ফোনেই সম্পত্তির ফিচারগুলি সম্পর্কে তথ্য পাওয়া যায়, তা হলে মন্দ হবে না। সে কথা মাথায় রেখেই সরকারি ব্যাঙ্কগুলিও একই ধরনের অ্যাপ চালু করতে চলেছে।
ই-অকশন অ্যাপ হল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির একটি অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ ঘরে বসেই সম্পত্তি সংক্রান্ত তথ্য জানতে পারবে। যেখানে সম্পত্তির অবস্থান, নিলামের বিশদ বিবরণের মতো তথ্য অন্তর্ভুক্ত থাকতে পারে। এতে, সম্পত্তি সম্পর্কিত সম্পূর্ণ তথ্য এক লপ্তে দেখে নিতে পারবেন ক্রেতারা। এই অ্যাপের মাধ্যমে সম্পত্তি জালিয়াতির ঘটনাও কমবে।
ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে সম্পত্তি কেনার পর টাকা পরিশোধ করতে না পারলে সেসব সম্পত্তি ব্যাঙ্কের মাধ্যমে বাজেয়াপ্ত করা হয়। সরকারি ব্যাঙ্কগুলি এখন এই জমাকৃত সম্পত্তিগুলি ই-নিলাম অ্যাপে আনছে। এসব সম্পত্তির সংখ্যা ৫ লক্ষের কাছাকাছি। এ ভাবেই সরকারি ব্যাঙ্কগুলি বাজেয়াপ্ত সম্পত্তি নিলামের মাধ্যমে বিক্রি করে ঋণের টাকা উদ্ধার করতে চাইছে।
ব্যাঙ্ক আধিকারিকদের মন্তব্য উদ্ধৃত করে মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, সম্পত্তি সম্পর্কিত তথ্য, তথ্য এবং নথি এই অ্যাপে পাওয়া যাবে। অ্যাপে লগইন করতে হবে দরদাতাদের, যাতে তাঁরা সম্পত্তির বিডিং সম্পর্কিত সমস্ত তথ্য পেতে পারেন। এর পাশাপাশি, এই প্রক্রিয়াটি ওয়েব পোর্টালেও করা যেতে পারে।
আরও পড়ুন: NPS অ্যাকাউন্টের জন্য কাকে নমিনি করবেন?