আগস্ট মাসে টাকাপয়সা সংক্রান্ত একাধিক নিয়ম পরিবর্তন হতে চলেছে। যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটে। চলুন জেনে নেওয়া যাক অন্যতম বিষয়গুলি।
এইচডিএফসি ক্রেডিট কার্ড
১ আগস্ট থেকে এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের নিয়মে অনেক পরিবর্তন হতে চলেছে। এখন ক্রেডিট কার্ডের ভাড়া পেমেন্ট এবং CRED, Cheq, MobiKwik, Freecharge ইত্যাদি পরিষেবা ব্যবহার করার উপর ১ শতাংশ লেনদেন চার্জ ধার্য করা হবে। এর সীমা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার টাকা। ১৫ হাজার টাকার বেশি জ্বালানি লেনদেনে, আপনাকে সম্পূর্ণ পরিমাণের উপর ১ শতাংশ পরিষেবা চার্জ দিতে হবে, যার সর্বোচ্চ সীমা হবে ৩ হাজার টাকা। এর বাইরে ২৯৯ টাকা ইএমআই প্রসেসিং চার্জ নেওয়া হবে।
এলপিজি-র দাম
প্রতি মাসের শুরুতে গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়। গত মাসে বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে। এবারও সরকার দাম কমাতে পারে বলে আশা করা হচ্ছে।
গুগল ম্যাপ
গুগল ম্যাপ পরিষেবাগুলি ভারতে এরই সাশ্রয়ী মূল্যের হয়ে যাচ্ছে। এই নিয়ম ১ আগস্ট থেকে কার্যকর হবে। এর ফলে এখন গ্রাহককে পরিষেবা নিতে ৭০ শতাংশ কম চার্জ দিতে হবে। এই পরিষেবার জন্য অর্থপ্রদান এখন মার্কিন ডলারের বদলে ভারতীয় রুপিতে করা হবে।
ব্যাংকের ছুটি
আগস্ট মাসে ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে রাখিবন্ধন, জন্মাষ্টমী এবং স্বাধীনতা দিবসের মতো ছুটি।