এলআইসি-র নতুন চেয়ারম্যান হলেন সিদ্ধার্থ মোহান্তি

নয়াদিল্লি: নতুন চেয়ারম্যান পেল লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন (LIC)। দেশের বৃহত্তম বিমা সংস্থার নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে সিদ্ধার্থ মোহান্তি (Siddhartha Mohanty)-কে। ২০২৪ সালের ২৯ জুন পর্যন্ত এই পদে থাকবেন মোহান্তি।

এর আগে এলআইসি হাউজিং ফাইন্যান্সের এমডি এবং সিইও ছিলেন সিদ্ধার্থ মোহান্তি। সংস্থার সাম্প্রতিক নির্দেশিকা অনুসারে, সংস্থার চারজন ম্যানেজিং ডিরেক্টরের মধ্যে থেকে এলআইসি চেয়ারম্যান হিসেবে তাঁকেই বেছে নেওয়া হয়েছে। তাঁর নাম সুপারিশ করেছিল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইনস্টিটিউশন ব্যুরো (FSIB)।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে মন্ত্রিপরিষদের নিয়োগ কমিটি (ACC) এলআইসি চেয়ারম্যান হিসাবে মোহান্তির নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। বিমা ব্যবসায় তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা। ১৯৮৫ সালে সরাসরি নিয়োগকারী অফিসার হিসাবে এলআইসি-তে যোগদান করেছিলেন তিনি।

প্রায় চার দশকের কাছাকাছি কর্মজীবনে সিদ্ধার্থ মোহান্তি এইচআর, মার্কেটিং, ইনভেস্টমেন্ট এবং লিগ্যাল-সহ সংস্থার বিভিন্ন বিভাগের সঙ্গে যুক্ত রয়েছেন। এলআইসি-র বিবৃতিতে বলা হয়েছে, “তিনি বিনিয়োগ বিভাগের প্রধান (মনিটরিং) হিসেবে মহারাষ্ট্র, গুজরাত এবং গোয়ায় আঞ্চলিক প্রধান হিসাবে কাজ করেছেন। রায়পুর এবং কটক বিভাগের দায়িত্বে থাকা সিনিয়র ডিভিশনাল ম্যানেজার ছিলেন অতীতে”।

রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর এবং আইনে স্নাতকোত্তর ডিগ্রিধারী মোহান্তি বিজনেস ম্যানেজমেন্টেও স্নাতক। ভারতের বিমা ইনস্টিটিউট থেকেও তিনি স্বীকৃতিপ্রাপ্ত। সংস্থার মতে, “তাঁর কাজের উদ্ভাবনী শৈলী, লোকমুখীতা, বিপণন বুদ্ধি এবং প্রযুক্তিগত দক্ষতা, তাঁর প্রতিটি অ্যাসাইনমেন্টে সাফল্য এনে দিয়েছে।”

আরও পড়ুন: এই ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৯.৫ শতাংশ পর্যন্ত, জেনে রাখলে কাজে লাগতে পারে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.