এলআইসি-র নতুন চেয়ারম্যান হলেন সিদ্ধার্থ মোহান্তি
নয়াদিল্লি: নতুন চেয়ারম্যান পেল লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন (LIC)। দেশের বৃহত্তম বিমা সংস্থার নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে সিদ্ধার্থ মোহান্তি (Siddhartha Mohanty)-কে। ২০২৪ সালের ২৯ জুন পর্যন্ত এই পদে থাকবেন মোহান্তি।
এর আগে এলআইসি হাউজিং ফাইন্যান্সের এমডি এবং সিইও ছিলেন সিদ্ধার্থ মোহান্তি। সংস্থার সাম্প্রতিক নির্দেশিকা অনুসারে, সংস্থার চারজন ম্যানেজিং ডিরেক্টরের মধ্যে থেকে এলআইসি চেয়ারম্যান হিসেবে তাঁকেই বেছে নেওয়া হয়েছে। তাঁর নাম সুপারিশ করেছিল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইনস্টিটিউশন ব্যুরো (FSIB)।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে মন্ত্রিপরিষদের নিয়োগ কমিটি (ACC) এলআইসি চেয়ারম্যান হিসাবে মোহান্তির নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। বিমা ব্যবসায় তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা। ১৯৮৫ সালে সরাসরি নিয়োগকারী অফিসার হিসাবে এলআইসি-তে যোগদান করেছিলেন তিনি।
প্রায় চার দশকের ...