UPI এবং RuPay কার্ডে জুড়ল আরেকটি দুর্দান্ত ফিচার

ইউপিআই (UPI) এবং রুপে (RuPay) কার্ডে জুড়েছে আরেকটি নতুন ফিচার। এই দুর্দান্ত ফিচারটি কী ভাবে এটি আপনার উপকারে আসবে, চলুন সেটাই জেনে নেওয়া যাক।

দেশে ইউপিআই নিয়ন্ত্রণ করে এনপিসিআই-এর ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড (NIPL)। বিশ্বব্যাপী ভারতীয় গ্রাহকদের জন্য ই-কমার্স পেমেন্ট সহজ করতে ডিজিটাল পেমেন্ট পরিকাঠামো প্রদানকারী পিপিআরও (PPRO)-এর সঙ্গে একটি নির্দিষ্ট চুক্তি স্বাক্ষর করেছে সংস্থা।

এনআইপিএল এবং পিপিআরও একটি যৌথ বিবৃতিতে বলেছে, এই চুক্তিটির লক্ষ্য হল ‘রুপে কার্ড’ এবং ‘ইউপিআই’ গ্রহণযোগ্যতা প্রসারিত করা। সেই লক্ষ্যেই পিপিআরও-র বিশ্বব্যাপী গ্রাহক যেমন পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (PSPs) এবং বিশ্বব্যাপী মার্চেন্টদের কাছে ‘রুপে কার্ড’ এবং ‘ইউপিআই’ স্বীকৃতি পাবে। এই সহযোগিতা বিদেশি বাজারে এনআইপিএল-এর ক্রমাগত সম্প্রসারণকে সহজতর করবে এবং পিপিআরও-র স্থানীয় অর্থপ্রদান পদ্ধতি (LPM) কভারেজে ভারতকে যুক্ত করবে। সবমিলিয়ে আন্তর্জাতিক ই-কমার্স ব্যবসায়ীদেরও ভারতীয় গ্রাহকদের কাছে সহজে পৌঁছে দেবে।

বলে রাখা ভালো, এনআইপিএল হল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (NPCI)-র সম্পূর্ণ মালিকানাধীন একটি সহায়ক সংস্থা। গ্রাহকরা নিজেদের পছন্দের পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে ভারতীয় রুপিতে সীমাহীন ক্রস-বর্ডার পণ্য কিনতে পারেন। এনআইপিএল এবং পিপিআরও-র এই যৌথ উদ্যোগ বিশ্বব্যাপী পেমেন্ট সার্ভিস প্রোভাইডার, ব্যাঙ্ক, পেমেন্ট গেটওয়ে এবং পেমেন্ট প্ল্যাটফর্ম-সহ সংস্থাগুলিকে বিশ্বব্যাপী বাজার বিস্তারে সক্ষম করবে। উল্টো দিকে, আন্তর্জাতিক ই-কমার্স ব্যবসায়ীদেরও সহজে ভারতীয় গ্রাহকদের নাগালের মধ্যে এনে দেবে।

আরও পড়ুন: ৮ বছরে মুদ্রা ঋণের অধীনে বিতরণ করা হয়েছে ২২.৮৬ লক্ষ কোটি টাকা: এসবিআই রিপোর্ট

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.