ইউপিআই (UPI) এবং রুপে (RuPay) কার্ডে জুড়েছে আরেকটি নতুন ফিচার। এই দুর্দান্ত ফিচারটি কী ভাবে এটি আপনার উপকারে আসবে, চলুন সেটাই জেনে নেওয়া যাক।
দেশে ইউপিআই নিয়ন্ত্রণ করে এনপিসিআই-এর ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড (NIPL)। বিশ্বব্যাপী ভারতীয় গ্রাহকদের জন্য ই-কমার্স পেমেন্ট সহজ করতে ডিজিটাল পেমেন্ট পরিকাঠামো প্রদানকারী পিপিআরও (PPRO)-এর সঙ্গে একটি নির্দিষ্ট চুক্তি স্বাক্ষর করেছে সংস্থা।
এনআইপিএল এবং পিপিআরও একটি যৌথ বিবৃতিতে বলেছে, এই চুক্তিটির লক্ষ্য হল ‘রুপে কার্ড’ এবং ‘ইউপিআই’ গ্রহণযোগ্যতা প্রসারিত করা। সেই লক্ষ্যেই পিপিআরও-র বিশ্বব্যাপী গ্রাহক যেমন পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (PSPs) এবং বিশ্বব্যাপী মার্চেন্টদের কাছে ‘রুপে কার্ড’ এবং ‘ইউপিআই’ স্বীকৃতি পাবে। এই সহযোগিতা বিদেশি বাজারে এনআইপিএল-এর ক্রমাগত সম্প্রসারণকে সহজতর করবে এবং পিপিআরও-র স্থানীয় অর্থপ্রদান পদ্ধতি (LPM) কভারেজে ভারতকে যুক্ত করবে। সবমিলিয়ে আন্তর্জাতিক ই-কমার্স ব্যবসায়ীদেরও ভারতীয় গ্রাহকদের কাছে সহজে পৌঁছে দেবে।
বলে রাখা ভালো, এনআইপিএল হল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (NPCI)-র সম্পূর্ণ মালিকানাধীন একটি সহায়ক সংস্থা। গ্রাহকরা নিজেদের পছন্দের পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে ভারতীয় রুপিতে সীমাহীন ক্রস-বর্ডার পণ্য কিনতে পারেন। এনআইপিএল এবং পিপিআরও-র এই যৌথ উদ্যোগ বিশ্বব্যাপী পেমেন্ট সার্ভিস প্রোভাইডার, ব্যাঙ্ক, পেমেন্ট গেটওয়ে এবং পেমেন্ট প্ল্যাটফর্ম-সহ সংস্থাগুলিকে বিশ্বব্যাপী বাজার বিস্তারে সক্ষম করবে। উল্টো দিকে, আন্তর্জাতিক ই-কমার্স ব্যবসায়ীদেরও সহজে ভারতীয় গ্রাহকদের নাগালের মধ্যে এনে দেবে।
আরও পড়ুন: ৮ বছরে মুদ্রা ঋণের অধীনে বিতরণ করা হয়েছে ২২.৮৬ লক্ষ কোটি টাকা: এসবিআই রিপোর্ট