আপনি যদি এসবিআই (SBI)-এর গ্রাহক হন এবং কী ভাবে আপনার অনলাইন নেটব্যাঙ্কিং অ্যাকাউন্ট সক্রিয় করতে হয় তা না জানেন, তা হলে এখানে এসবিআই নেট ব্যাঙ্কিং (SBI Net Banking) অ্যাক্টিভেট করার প্রক্রিয়াটি ধাপে ধাপে জেনে নিতে পারেন।
এসবিআই নেট ব্যাঙ্কিং অ্যাক্টিভেশন প্রক্রিয়া খুবই সহজবোধ্য এবং ঝঞ্ঝাটহীন। এটা ঘরে বসে অনলাইনেই করা যেতে পারে। আপনি সহজেই রেজিস্ট্রেশন করতে পারেন এবং শাখায় না গিয়ে নেট ব্যাঙ্কিংয়ের সুবিধা নিতে পারেন। একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে, এসবিআই নেট ব্যাঙ্কিং সুবিধা মোবাইল, কম্পিউটার বা অন্যান্য সামঞ্জস্যপূর্ণ ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে অ্যাক্সেস করা যেতে পারে।
এসবিআই নেট ব্যাঙ্কিং ওয়েবসাইটে যান
এনবিআই নেট ব্যাঙ্কিং অনলাইনে সক্রিয় করার প্রথম ধাপ হল এসবিআই নেট ব্যাঙ্কিংয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://retail.onlinesbi.sbi/retail/login.htm -এ চলে যান৷ গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স বা ইন্টারনেট এক্সপ্লোরার-সহ যে কোনো ওয়েব ব্রাউজারের মাধ্যমে ওয়েবসাইটটি অ্যাক্সেস করা যেতে পারে।
“পার্সোনাল ব্যাঙ্কিং সেকশন” খুলুন
‘পার্সোনাল ব্যাঙ্কিং সেকশন’-এ যান এবং ‘কন্টিনিউ টু লগইন’ সিলেক্ট করুন। ‘কন্টিনিউ টু লগইন’ বোতামে ক্লিক করার মাধ্যমে, আপনাকে এসবিআই-এর ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যবহারের পরিষেবার শর্তাবলী (নিয়ম ও শর্তাবলী) সম্মতি জানাতে হবে।
“নিউ ইউজার রেজিস্ট্রেশন”
এখানে “ননিউ ইউজার রেজিস্ট্রেশন/অ্যাক্টিভেট”-এর জন্য একটি অপশন দেখতে পাবেন। রেজিস্ট্রেশন পেজে যেতে এই অপশনে ক্লিক করুন।
বিশদ বিবরণ লিখুন
রেজিস্ট্রেশন পেজে আপনাকে নিজের অ্যাকাউন্ট নম্বর, সিআইএফ নম্বর, শাখা কোড, দেশ, রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং অন্যান্য বিবরণ লিখতে বলা হবে। যে কোনো ধরনের ত্রুটি এড়াতে সঠিক ভাবে এই বিবরণ লিখতে ভুলবেন না।
ওটিপি জেনারেট করুন
একবার আপনি নিজের বিশদ বিবরণ দিয়ে দিলে আপনাকে একটি ওটিপি (ওয়ান-টাইম পাসওয়ার্ড) তৈরি করতে বলা হবে। এই ওটিপি আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে পাঠানো হবে। মোবাইলে আসা ওটিপি লিখুন এবং “সাবমিট”-এ ক্লিক করুন।
এটিএম কার্ডের মাধ্যমে রেজিস্টার করুন
এটি এখন দুটি অপশন দেখাবে – ‘আমার এটিএম কার্ড আছে’ এবং ‘আমার এটিএম কার্ড নেই’। প্রথম অপশনটি সিলেক্ট করুন এবং এটিএম কার্ডের বিবরণ পূরণ করুন। এসবিআই নেট ব্যাঙ্কিংয়ের অনলাইন রেজিস্ট্রেশন শুধুমাত্র এটিএম কার্ডের মাধ্যমেই সম্ভব, অন্যথায়, আপনাকে নেট ব্যাঙ্কিং রেজিস্ট্রেশনের জন্য ব্যাঙ্কের শাখায় যেতে হবে। এখানে “সাবমিট” করার পর অস্থায়ী ইউজার নেম পাওয়া যাবে।
একটি লগইন পাসওয়ার্ড তৈরি করুন
ওটিপি দেওয়ার পর আপনাকে এসবিআই নেট ব্যাঙ্কিংয়ের জন্য একটি লগইন পাসওয়ার্ড তৈরি করার নির্দেশ দেওয়া হবে। একটি শক্তিশালী এবং সুরক্ষিত পাসওয়ার্ড তৈরি করুন। পাসওয়ার্ড তৈরি হয়ে গেলে সেটা দিয়ে নেট ব্যাঙ্কিং লগ-ইন করুন।
রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন
আপনার অ্যাকাউন্টে লগ-ইন করার পরে, রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে বলা হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে আপনাকে অতিরিক্ত তথ্য দিতে হতে পারে, যেমন আপনার ইমেল ঠিকানা এবং সিকিউরিটি কোয়েশ্চেন।
আপনার অ্যাকাউন্ট সক্রিয় করুন
রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর আপনার এসবিআই নেট ব্যাঙ্কিং অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করা হবে। এ বার থেকে আপনি অনলাইনে বিভিন্ন ব্যাঙ্কিং লেনদেন করতে নিজের অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারেন।
আরও পড়ুন: ৮ বছরে মুদ্রা ঋণের অধীনে বিতরণ করা হয়েছে ২২.৮৬ লক্ষ কোটি টাকা: এসবিআই রিপোর্ট
Discover more from banglabiz
Subscribe to get the latest posts sent to your email.