২০০০ টাকার নোট বদল, আবেদন শুনতে নারাজ সুপ্রিম কোর্ট
নিষিদ্ধ হচ্ছে ২০০০ টাকার নোট। কারও কাছে থাকলে বদলে নেওয়ার জন্য বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা। তবে পরিচয়পত্র না দেখিয়ে ২০০০ টাকার নোট বদলের বিরুদ্ধে করা আবেদনের তাৎক্ষণিক শুনানি করতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। আদালতের অবকাশকালীন বেঞ্চ জানিয়েছে, এর আগে একটি বেঞ্চ বলেছিল যে গ্রীষ্মকালীন ছুটির পরে আবেদনকারীকে প্রধান বিচারপতির কাছে শুনানির জন্য অনুরোধ জানাতে হবে।
এর আগে গত ১ জুন একই বিষয়ে একটি আবেদনের তাৎক্ষণিক শুনানি করতে অস্বীকার করেছিল সুপ্রিম কোর্ট। অ্যাডভোকেট অশ্বিনী উপাধ্যায়ের আবেদনে সুপ্রিম কোর্টের বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং কেভি বিশ্বনাথনের অবকাশকালীন বেঞ্চ বলেছিল, এটা এমন কোনো বিষয় নয় যার অবিলম্বে শুনানির প্রয়োজন। সেই সময়ও বেঞ্চ আবেদনকারীকে গ্রীষ্মের ছুটির পরে শুনানির জন্য অনুরোধ করতে বলেছিল।
[আরও পড়ুন: পোস্ট অফিসে কি ২ হাজার টাকার নোট বদল করা যাবে? কী বলছে ডাক বিভাগ]...