
আদানি গোষ্ঠীর উপর হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশের পর ছয় সদস্যের বিশেষজ্ঞ কমিটি গড়ছে সুপ্রিম কোর্ট। জানা গিয়েছে, সোমবার সর্বোচ্চ আদালতে সিল করা খামে একটি রিপোর্ট জমা দিয়েছে ওই কমিটি।
আগামী ১২ মে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের সামনে শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে বিষয়টি।
মার্কিন শর্ট-সেলার হিন্ডেনবার্গ রিসার্চ জালিয়াতি এবং শেয়ারে কারচুপির অভিযোগ তুলেছিল আদানি গ্রুপের বিরুদ্ধে। তার পরে আদানি গ্রুপের সমস্ত কোম্পানির বাজার মূলধনে প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছে। প্রত্যাহার করে নেওয়া হয় বন্ড। জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। সর্বোচ্চ আদালতের নির্দেশে সেই ঘটনার তদন্ত করছে সেবি।
সংস্থার বিরুদ্ধে চলমান তদন্তকে স্বাগত জানিয়ে ইতিমধ্যেই বিবৃতি জারি করেছে গৌতম আদানি-এর নেতৃত্বাধীন আদানি গ্রুপ। ওই বিবৃতিতে সংস্থা বলেছে, সবার কথা শোনার এবং সমস্ত সমস্যা সমাধানের জন্য একটি ন্যায্য সুযোগ এসেছে। সমস্ত আইন, বিধি ও নিয়মের প্রতি তাদের সম্পূর্ণ সম্মতি রয়েছে। তারা নিশ্চিত যে সত্যের জয় হবেই।
প্রসঙ্গত, নিউইয়র্ক-ভিত্তিক হিন্ডেনবার্গ জানুয়ারিতে ভারতের আদানি গোষ্ঠীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলে৷ তবে আদানি গোষ্ঠী শুরু থেকে বারবার অভিযোগ অস্বীকার করেছে। কিন্তু হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদন প্রকাশ্যে আসার পর শুধু আদানি গোষ্ঠী নয়, পুরো শেয়ার বাজারে চরম অস্থিরতা তৈরি হয়েছিল। কোটি কোটি টাকা খোয়াতে হয় সাধারণ বিনিয়োগকারীদের। এই ঘটনার সঙ্গে জড়িয়ে গিয়েছে রাজনীতিও।
আরও পড়ুন: জীবনবিমার প্রিমিয়াম বৃদ্ধি, উদ্বেগ বাড়ছে পলিসি হোল্ডারদের