Connect with us

স্টার্টআপ

Startup: চিনকে ফের পিছনে ফেলল ভারত, আরও ২৩ সংস্থার ইউনিকর্ন স্ট্যাটাস প্রাপ্তি

২০২১-এ দেশে ৪৪টি ইউনিকর্ন তৈরি হয়েছিল এবং সে বছর তাদের মোট সংখ্যা ৭৩-এ পৌঁছেছিল। ২০২২-এ তার সঙ্গে যুক্ত হয়েছে আরও ২৩টি।

Published

on

২০২২ সালে ইউনিকর্নের মর্যাদা পেয়েছে ভারতের ২৩টি স্টার্টআপ (Startup)। যা প্রতিবেশী দেশ চিনের চেয়ে বেশি।

বুধবার প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গিয়েছে, গত বছর চিনে ১০০ কোটি ডলার মূল্যের স্টার্টআপের সংখ্যা ছিল ১১। এ দিক থেকে টানা দ্বিতীয় বার চিনকে পিছনে ফেলল ভারত।

আইভিসিএ-বেইন অ্যান্ড কোম্পানির রিপোর্টে বলা হয়েছে, এখন ভারতে এই উচ্চ সম্পদের কোম্পানির সংখ্যা ৯৬-এ পৌঁছেছে। যদিও ২০২১ সালের তুলনায় এ বছর ইউনিকর্ন হওয়ার কোম্পানির সংখ্যা প্রায় অর্ধেক। সেই সময়ে দেশে ৪৪টি ইউনিকর্ন তৈরি হয়েছিল এবং সে বছর তাদের মোট সংখ্যা ৭৩-এ পৌঁছেছিল। ২০২২-এ তার সঙ্গে যুক্ত হয়েছে আরও ২৩টি।

রিপোর্টে দাবি করা হয়েছে, নতুন ২৩টি ইউনিকর্নের মধ্যে মাত্র ন’টি দেশের শীর্ষ তিনটি মেট্রো শহরের। বাকি সবক’টিই অন্য শহরের। এর থেকে স্পষ্ট যে এখন ছোটো শহরগুলিতেও কাজ করা স্টার্টআপগুলিতেও বিনিয়োগের রাস্তা সুগম হচ্ছে।

পরিসংখ্যান অনুযায়ী, ছোটো শহরের স্টার্টআপগুলি মোট অর্থায়নে ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এতে বলা হয়েছে যে ক্রমবর্ধমান সামষ্টিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং ২০২২ সালে মন্দার আশঙ্কা বিনিয়োগের গতিকে প্রভাবিত করেছে এবং দেশে ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগ হ্রাস করেছে। বর্তমান প্রতিকূল পরিস্থিতির কারণে বছরের দ্বিতীয়ার্ধে বিনিয়োগের গতি বেশি প্রভাবিত হয়েছিল।

বেইন অ্যান্ড কোম্পানি ইন্ডিয়ান ভেঞ্চার অ্যান্ড অল্টারনেটিভ ক্যাপিটাল অ্যাসোসিয়েশন (আইভিসিএ)-এর সঙ্গে যৌথভাবে এই বার্ষিক রিপোর্ট তৈরি করেছে। এতে বলা হয়েছে যে দেশীয় স্টার্টআপ ইকোসিস্টেমে ডিল ভ্যালুতে ৩৩শতাংশ সংকোচন সত্ত্বেও, ভারত নতুন করে ২৩টি ইউনিকর্ন যোগ করতে সক্ষম হয়েছে। চুক্তির মূল্য ২০২১ সালে ছিল ৩৮৫০ কোটি ডলার, যা ২০২২ সালে কমে হয়েছে ২৫৭০ কোটি ডলার।

আরও পড়ুন: রিলায়েন্স জিও-র 5G নেটওয়ার্ক এখন ৩৬৫টি শহরে

Advertisement