স্টার্টআপ
স্টার্ট আপ ব্যবসায়ে দেশের সেরা ১০ রাজ্যের অন্যতম বাংলা, দাবি চন্দ্রশেখরের
রাজারহাটে বেঙ্গল ন্যাশনাল চেম্বার আয়োজিত শিল্প মেলায় এমনই দাবি করলেন বন্ধন ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা এবং কর্ণধার চন্দ্রশেখর ঘোষ।

বাজারে এ রাজ্যের স্টার্ট আপগুলির (Startup) উপস্থিতি হয়তো ততটা নজরে পড়ে না, কিন্তু স্টার্ট আপ (Startup) ব্যবসার ক্ষেত্রে দেশের প্রথম ১০ রাজ্যের মধ্যে অন্যতম বাংলা। এমনই দাবি করলেন বন্ধন ব্যাঙ্কের (Bandhan Bank) প্রতিষ্ঠাতা এবং কর্ণধার চন্দ্রশেখর ঘোষ (Chandra Shekhar Ghosh)। রাজারহাটে বেঙ্গল ন্যাশনাল চেম্বার (Bengal National Chamber) আয়োজিত শিল্প মেলায় এমনই দাবি করলেন তিনি।
রাজ্যের আশ্বাস
এ দিন মেলায় আলোচনার বিষয় ছিল দক্ষতা বৃদ্ধি, স্টার্ট আপ ইত্যাদি। রাজ্যের কারিগরী শিক্ষামন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) শিল্পমহলকে রাজ্যের তরফে সব রকম সহায়তার আশ্বাস দেন। স্টার্ট আপ সংস্থাগুলিকে বেড়ে ওঠার পথে সাহায্য করতে রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ম্যাকাউট) সঙ্গে মউ সই করে বণিকসভাটি। ভারতের কয়েকটি রাজ্য স্টার্ট-আপ সংস্থার দৌড়ে পশ্চিমবঙ্গের চেয়ে বহু যোজন এগিয়ে, এমন দাবি অহরহ ওঠে। সে কথা মানতে নারাজ এক সময়ে এ ভাবেই ব্যবসার জগতে পা রাখা চন্দ্রশেখর (Chandra Shekhar Ghosh)।
কী বলছেন চন্দ্রশেখর
তার আগে স্টার্ট আপ (Startup) নিয়ে এক আলোচনায় উপস্থিত ছিলেন বন্ধন ব্যাঙ্কের (Bandhan Bank) কর্ণধার। তাঁর দাবি, রাজ্যে নতুন উদ্যোগের সংখ্যা কম নয়। কিন্তু তারা ততটা নজর কাড়তে পারছে না। সাধারণত এই সব সংস্থা কিছুটা বেড়ে না উঠলে সে ভাবে চোখে পড়ে না। স্টার্ট আপগুলি এই ‘দুর্বলতা’ কাটাতে পারলে রাজ্য এ ক্ষেত্রে পিছিয়ে, এমন চর্চার অবকাশ থাকবে না।
পাশাপাশি নতুন উদ্যোগপতিদের জন্য তাঁর পরামর্শ, ব্যবসার মডেল ঠিক ভাবে তৈরি করতে হবে। বাজারে নিজেদের আস্থা মজবুত করতে হবে। তা না-হলে ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান সেই প্রকল্পে পুঁজি জোগাতে ভরসা পাবে না। ব্যাঙ্ক থেকে ঋণ বা পুঁজি জোগাড় করা নিয়ে স্টার্ট-আপ সংস্থা ভোগান্তির শিকার হয় বলে অভিযোগ উঠলেও চন্দ্রশেখরের বক্তব্য, হিসাবের খাতা ভাল ভাবে তৈরি থাকুক। হাল না ছেড়ে আর্থিক ক্ষেত্রের ভরসা কুড়োতে হবে। তাঁর দাবি, ভরসাযোগ্য প্রকল্প হলে ব্যাঙ্ক ঋণ দিতে প্রস্তুত। কারণ সেটাই তাদের ব্যবসা।
আরও পড়ুন: বছরের শেষ কেনাবেচার দিনে অস্থিরতা অব্য়াহত শেয়ার বাজারে
খবর
ভারতীয় স্টার্টআপগুলিতে এসেছে ১২০ কোটি ডলার, তবুও ২ হাজার কর্মী ছাঁটাই
সম্মিলিত সংগ্রহের পরিমাণ প্রায় ১২০ কোটি ডলার। এরই মধ্যে ভারতীয় স্টার্টআপ সেক্টর থেকে কাজ হারিয়েছেন প্রায় হাজারদুয়েক কর্মী।

চলতি বছরের জানুয়ারিতে প্রায় ৯২.৬ কোটি ডলারের ২২টি ব্যবসায়িক চুক্তি করেছে ভারতীয় স্টার্টআপগুলি। এ বছরে তাদের সম্মিলিত সংগ্রহের পরিমাণ প্রায় ১২০ কোটি ডলার। এরই মধ্যে ভারতীয় স্টার্টআপ সেক্টর থেকে কাজ হারিয়েছেন প্রায় হাজারদুয়েক কর্মী।
মিডিয়া রিপোর্টে প্রকাশ, প্রাথমিক পর্যায়ের স্টার্টআপগুলি জানুয়ারিতে ৬৭টি ব্যবসায়িক চুক্তি করেছে। ১২টি স্টার্টআপ (তারা লেনদেনের তথ্য প্রকাশ করেনি) বাদে প্রত্যেকেই সেই চুক্তির আর্থিক মূল্য প্রকাশ করেছে। জানা গিয়েছে, তাদের সম্মিলিত সংগ্রহের পরিমাণ প্রায় ১৬.৫ কোটি ডলার।
স্টার্টআপ নিউজ পোর্টাল Entrackr-এর তথ্য উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, প্রাথমিক পর্যায়ের স্টার্টআপগুলির গড় চুক্তির আকার ছিল প্রায় ৪০ লক্ষ এবং তারা এই বছর ১২০ কোটি ডলার সংগ্রহ করেছে। অন্য দিকে, মানিকন্ট্রোল-এর রিপোর্টে বলা হয়েছে, ১৪টি স্টার্টআপ কোম্পানি ২০২৩ সালের জানুয়ারিতে ২১০০-র বেশি কর্মী ছাঁটাই করেছে।
উল্লেখযোগ্য ভাবে, ভারতীয় স্টার্টআপগুলির মধ্যে, ডিজিটাল পেমেন্ট অ্যাপ কোম্পানি PhonePe জানুয়ারি মাসে মোট ৩৫ কোটি ডলারের তহবিল সংগ্রহ করেছে, যখন CreditKey সংগ্রহ করেছে ১২ কোটি। এই দুটি স্টার্টআপ কোম্পানিই মোট তহবিলের ৪০ শতাংশ সংগ্রহ করেছে।
সবচেয়ে বেশি ডিল পেয়েছে ই-কমার্স ওয়েবসাইটগুলি। রিপোর্ট অনুযায়ী, বেঙ্গালুরুতে ৬০টি চুক্তি করা হয়েছে, যখন দিল্লি এনসিআরে ১৫টি চুক্তি করা হয়েছে। একই সময়ে, ভারতীয় স্টার্টআপ ইকোসিস্টেম জানুয়ারিতে সমস্ত বিভাগে ১৮টি সংস্থার সংযুক্তিকরণ এবং অধিগ্রহণ করেছে। রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২২ সালের এই একই সময়ের তুলনায় এ বছর বেশি চুক্তি হয়েছে।
আরও পড়ুন: ট্রেনে বসেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে পছন্দের খাবার, জানুন বিস্তারিত
খবর
ফের কর্মী ছাঁটাই করতে চলেছে এডটেক সংস্থা বাইজু’স
গত বছরের অক্টোবরে প্রায় আড়াই হাজার কর্মীকে ছেড়ে দিয়েছিল বাইজু’স। যা ছিল সংস্থার মোট কর্মী সংখ্যার প্রায় ৫ শতাংশ। এ বার ফের দেড় হাজার!

আরও এক দফায় কর্মী ছাঁটাই করছে এডটেক সংস্থা বাইজু’স (Byju’s)। মিডিয়া রিপোর্টে প্রকাশ, এ বার প্রায় দেড় হাজার কর্মী ছাঁটাই করতে চলেছে এই সংস্থা।
গত বছরের অক্টোবরে প্রায় আড়াই হাজার কর্মীকে ছেড়ে দিয়েছিল বাইজু’স। যা ছিল সংস্থার মোট কর্মী সংখ্যার প্রায় ৫ শতাংশ। ফের এক বার কর্মী ছাঁটাই করতে চলেছে সংস্থা। মূলত ইঞ্জিনিয়ারিং এবং প্রডাকশন বিভাগের কর্মীদের উপরই এ বার কোপ পড়তে চলেছে বলে জানা গিয়েছে। বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল কয়েক জনের মন্তব্য উদ্ধৃত করে মিন্ট-এ দাবি করা হয়েছে, পরিচালন ব্যয় হ্রাস করার লক্ষ্যেই এই পদক্ষেপ। একই সঙ্গে রয়েছে আউটসোর্সিংয়ের পরিকল্পনাও।
অক্টোবরে কর্মী ছাঁটাইয়ের সময় বাইজু’স-এর প্রতিষ্ঠাতা এবং চিফ এগ্জিকিউটিভ অফিসার বাইজু রবিন্দ্রন কর্মীদের আশ্বস্ত করে বলেছিলেন এই আড়াই হাজারের (সে সময় এই সংখ্যক কর্মী ছাঁটাই হয়েছিল) বাইরে আর কাউকে ছাঁটাই করা হবে না।
এরই মধ্যে সূত্রের খবর, অপারেশন, লজিস্টিকস, কাস্টমার কেয়ার, ইঞ্জিনিয়ারিং, সেলস, মার্কেটিং এবং কমিউনিকেশনস এবং অন্যান্য টিমের মতো কিছু বিভাগে আউটসোর্স করার পরিকল্পনা করছে সংস্থা।
গত বছরের শেষ দিকে বড়োসড়ো কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে দেশ-বিদেশের বিভিন্ন সংস্থা। নতুন বছরেও পিছু ছাড়ছে না কর্মী ছাঁটাইয়ের দু:সংবাদ। মিডিয়া রিপোর্টে প্রকাশ, মূলধনের অভাবে শেষ কয়েক মাসে ৪৪টি স্টার্টআপ ১৬ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করেছে। বাইজু’স, অ্যানঅ্যাকাডেমি, বেদান্তুর মতো এডু টেক সংস্থাগুলিও এর মধ্যে অন্তর্ভুক্ত।
শুধুমাত্র এ বছরের জানুয়ারির প্রথম দুই সপ্তাহে, কমপক্ষে দেড় স্টার্টআপ কর্মী চাকরি হারিয়েছেন। গত এক বছরে ২২ হাজারেরও বেশি কর্মীকে ছাঁটাই করা হয়েছে।
আরও পড়ুন: আদানিকাণ্ডে এলআইসি লগ্নিকারীদের উপর আঁচ পড়বে না, বিবৃতি বিমা সংস্থার
খবর
ভারতে মহিলা পরিচালিত স্টার্টআপের জন্য সাড়ে ৭ কোটি ডলারের তহবিল গুগলের
মহিলা পরিচালিত স্টার্টআপকে আর্থিক সহযোগিতা। সাড়ে ৭ কোটি মার্কিন ডলারের তহবিল গুগলের।

দেশে মহিলা পরিচালিত স্টার্টআপের প্রচারের জন্য সাড়ে ৭ কোটি ডলার খরচ করবে গুগল (Google)। এই ঘোষণা করে গুগলের সিইও সুন্দর পিচাই (Sundar Pichai) জানিয়েছেন, শীঘ্রই একটি প্রধান রফতানি অর্থনীতি হিসাবে আবির্ভূত হবে ভারত।
পিচাইয়ের প্রত্যাশা, ভারত একটি বড় রপতানি অর্থনীতিতে পরিণত হবে। এর জন্য নাগরিকদের নিরাপত্তা এবং সংস্থাগুলির উদ্ভাবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে।
ছোট ব্যবসা এবং স্টার্ট আপগুলিকে সহযোগিতা
গুগল ফর ইন্ডিয়া ২০২২ (Google for India 2022)-এর একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন পিচাই। ওই ইভেন্টে যোগ দিয়ে কেন্দ্রীয় টেলিকম ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন তিনি। তবে তাঁদের ওই বৈঠকে কী আলোচনা হয়েছে, তা প্রকাশ্যে আসেনি।
নিজের ভারত সফর শুরু করার আগে পিচাই ব্লগে লেখেন, কীভাবে গুগল ছোট ব্যবসা এবং স্টার্ট আপগুলিকে সহযোগিতা করছে, সে ব্যাপারে তিনি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আলোচনা করবেন। সাইবার নিরাপত্তায় বিনিয়োগ করা হচ্ছে। শিক্ষা প্রদান করছে এবং দক্ষতা প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা-সহ কৃষির মতো ক্ষেত্রেও এআই (AI) প্রয়োগ করা হচ্ছে।
মহিলা পরিচালিত স্টার্টআপকে আর্থিক সহযোগিতা
গুগলের ইভেন্টে যোগ দিয়ে তিনি বলেন, ইন্ডিয়া ডিজিটাইজেশন ফান্ড (IDF)-এর একটি অংশ স্টার্টআপগুলিতে ব্যয় করা হচ্ছে। এই তহবিল থেকে এক-চতুর্থাংশ অর্থ মহিলা পরিচালিত সংস্থাগুলিতে বিনিয়োগ করা হবে।
বলে রাখা ভাল, ২০২০ সালের জুলাই মাসে পরবর্তী পাঁচ থেকে সাত বছরে ভারতে ১ হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা ঘোষণা করেছিল গুগল। ডিজিটাল পরিষেবা গ্রহণ ত্বরান্বিত করতে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে সার্চ ইঞ্জিন জায়ান্ট।
প্রায় সাড়ে তিন বছর পর ভারত সফরে এলেন পিচাই। ভারতে জন্মেছেন পিচাই। তাঁর কথায়, “প্রযুক্তি ব্যাপকভাবে কাজ করছে এবং সারা বিশ্বের মানুষের জীবনে পরিবর্তন আনছে। আমি মনে করি এটা একটা গুরুত্বপূর্ণ সময়। ভারত শীঘ্রই একটি বড় রফতানি অর্থনীতিতে পরিণত হবে। যা উন্মুক্ত এবং সংযুক্ত ইন্টারনেটের সঙ্গে সজ্জিত হবে। তবে এটাও ঠিক ভারসাম্য বজায় রাখতে হবে”।
আরও পড়ুন: পেনশনভোগীদের পরিষেবা দিতে প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে মউ স্বাক্ষর বন্ধন ব্যাঙ্কের
-
খবর3 months ago
আশঙ্কা বাড়িয়ে আইএমএফ, বিশ্ব ব্যাঙ্কের পর ভারতের আর্থিক বৃদ্ধি কমাল মুডিজও
-
ফিনান্স3 months ago
বিনিয়োগের তালিকায় কেন রাখতেই হবে আপৎকালীন তহবিল
-
বিমা4 months ago
স্বাস্থ্য বিমা করাবেন? এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন
-
ফিনান্স3 months ago
বাড়িতে বসে কী ভাবে ইপিএফ ক্লেম স্ট্যাটাস জানবেন, রইল সহজ পদ্ধতি
-
বিমা4 months ago
মানসিক সমস্যায় কি স্বাস্থ্য বিমার সুবিধা পাওয়া যায়?
-
বিজ্ঞান-প্রযুক্তি2 months ago
হোয়াটসঅ্যাপে এলআইসি পরিষেবা, জানুন কী ভাবে ব্যবহার করবেন
-
ফিনান্স5 months ago
বিকল্প আয়ের পথ খুঁজছেন? তা হলে এই ৫টি টিপসে চোখ বুলিয়ে নিন
-
খবর5 months ago
SIP: সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে এসআইপি