Startup: চিনকে ফের পিছনে ফেলল ভারত, আরও ২৩ সংস্থার ইউনিকর্ন স্ট্যাটাস প্রাপ্তি
২০২২ সালে ইউনিকর্নের মর্যাদা পেয়েছে ভারতের ২৩টি স্টার্টআপ (Startup)। যা প্রতিবেশী দেশ চিনের চেয়ে বেশি।
বুধবার প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গিয়েছে, গত বছর চিনে ১০০ কোটি ডলার মূল্যের স্টার্টআপের সংখ্যা ছিল ১১। এ দিক থেকে টানা দ্বিতীয় বার চিনকে পিছনে ফেলল ভারত।
আইভিসিএ-বেইন অ্যান্ড কোম্পানির রিপোর্টে বলা হয়েছে, এখন ভারতে এই উচ্চ সম্পদের কোম্পানির সংখ্যা ৯৬-এ পৌঁছেছে। যদিও ২০২১ সালের তুলনায় এ বছর ইউনিকর্ন হওয়ার কোম্পানির সংখ্যা প্রায় অর্ধেক। সেই সময়ে দেশে ৪৪টি ইউনিকর্ন তৈরি হয়েছিল এবং সে বছর তাদের মোট সংখ্যা ৭৩-এ পৌঁছেছিল। ২০২২-এ তার সঙ্গে যুক্ত হয়েছে আরও ২৩টি।
রিপোর্টে দাবি করা হয়েছে, নতুন ২৩টি ইউনিকর্নের মধ্যে মাত্র ন'টি দেশের শীর্ষ তিনটি মেট্রো শহরের। বাকি সবক'টিই অন্য শহরের। এর থেকে স্পষ্ট যে এখন ছোটো শহরগুলিতেও কাজ করা স্টার্টআপগুলিতেও বিনিয়োগের রাস্তা সুগম হচ্ছে।
প...